তেনজিং নোরগে পুরস্কার পেলেন পর্বতারোহী দেবাশিস বিশ্বাস

0

অবশেষে এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা-সহ একাধিক দুর্গম শৃঙ্গ জয় করার সরকারি স্বীকৃতি পেলেন পশ্চিমবঙ্গের পর্বতারোহী দেবাশিস বিশ্বাস। সোমবার রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানে তাঁর হাতে তেনজিং নোরগে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

দেবাশিসবাবু ছাড়াও পর্বতারোহী দুই বোন তাশি আর নুঙ্গশি মালিক, হরভজন সিংহ, রিতু কিশোর কেদিয়া আর বি রাজকুমারকেও এই পুরস্কার প্রদান করা হয়। রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়ে দেবাশিসবাবু বলেন, “পুরস্কার পেয়ে আমি খুব আনন্দিত। এই পুরস্কার তাঁদের সবার জন্য যাঁরা সব সময় আমার পাশে থেকেছেন, আমাকে উৎসাহ দিয়েছেন। বন্ধু, শুভাকাঙ্ক্ষী, পর্বতারোহীদের সাথে এই আনন্দ ভাগ করে নিতে চাই। এই পুরস্কারের মাধ্যমে ভবিষ্যতে অ্যাডভেঞ্চার স্পোর্টস বিভাগে আরও কিছু করার উৎসাহ পেলাম”।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন