gomathi

ওয়েবডেস্ক: সদ্য কাতারের দোহাতে অনুষ্ঠিত হওয়া এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৮০০ মিটার ইভেন্টে সোনার পদক জেতেন ভারতের গোমাথি মারি মুথু। দেশের জার্সিতে এই সাফল্য পেতে তাঁকে কিন্তু প্রচুর কষ্ট করতে হয়েছে।

সম্প্রতি চেন্নাইয়ের ভেলামাল স্কুলে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানেই সাংবাদিক সম্মেলনে পাওয়া যায় এই মহিলা অ্যাথলিট। তাঁর সাফল্য এবং তার সঙ্গে যারা জড়িত সেই নিয়ে কথা বললেন। তাঁর সাফল্যের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিলেন তাঁর প্রয়াত বাবা।

আরও পড়ুন: কেকেআরের অন্দরমহল নিয়ে চাঞ্চল্যকর খবর ফাঁস করলেন রাসেল

সাংবাদিক সম্মেলনে তিনি জানান, “গবাদি পশুদের জন্য রাখা খাবার আমার বাবা খেত, আমাকে সঠিক খাবার দেওয়ার জন্য এবং আথলেটিক্সের জন্য পুরোদস্তুর প্রশিক্ষণের জন্য। চ্যাম্পিয়নশিপের জন্য যখন ট্রেনিং করতাম তখন বাবা ঠিক মতো হাঁটতে পারতেন না। আমাদের গ্রামে বাস, আলো কিছুই নেই। সকাল ৪:৩০য়ের বাস ধরার জন্য বাবা আমাকে ডেকে দিতেন এবং মা অসুস্থ থাকলে বাড়ির কাজে সাহায্য করতেন। বাবাকে খুব মনে পড়ে”।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here