কুস্তিগির নরসিংহ যাদবের ওপর থেকে ডোপিং-এর যাবতীয় অভিযোগ তুলে নিল জাতীয় ডোপ-বিরোধী সংস্থা নাডা। এর ফলে রিও অলিম্পিকে অংশগ্রহণ করতে আর কোনও বাধা রইল না নরসিংহের।
ডোপিং-এ অভিযুক্ত হওয়ার সময় থেকেই নরসিংহ বলে আসছিলেন, তিনি চক্রান্তের শিকার হয়েছেন। তাঁর খাবারে ইচ্ছে করে কেউ (অভিযোগের আঙুল ছিল সুশীল কুমারের এক অনুগামীর দিকে) ডোপিং-এর পদার্থ মিশিয়ে দিয়েছে। নরসিংহের এই অভিযোগ মেনে নিয়ে সোমবার তাঁকে মুক্তি দিল নাডা।
এই প্রসঙ্গে নাডার ডিরেক্টর জেনারেল নবীন আগরওয়াল বলেন, স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়ার সোনেপত প্রশিক্ষণ কেন্দ্রে তাঁর খাবার আর পানীয়ে ডোপিং-এর পদার্থ মিশিয়ে দেওয়ার যে অভিযোগ নরসিংহ এত দিন করে আসছিলেন, নাডার প্যানেল তা মেনে নিয়েছে। তাঁর কথায়, “আমাদের মাথায় ছিল যে জুনের ২ তারিখ পর্যন্ত ওর কোনও নমুনাতেই ডোপিং পজিটিভ আসেনি। তাই প্যানেল মনে করে এক বার গ্রহণ করার ব্যাপারটা ইচ্ছাকৃত নয়।
স্বভাবতই নরসিংহ খুব খুশি। রায় ঘোষণার পরেই বলেছেন, “আমার পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।”
রিও অলিম্পিক্সে নরসিংহের পরিবর্ত হিসেবে প্রবীণ রানার নাম ঘোষণা হলেও অলিম্পিকে নরসিংহকে পাঠানোর যাবতীয় পদ্ধতিগত ব্যবস্থা ইতিমধ্যেই করতে শুরু করে দিয়েছে ভারতীয় অলিম্পিক সংস্থা।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।