Homeখেলাধুলোঅবশেষে ৯০ মিটার পার, তবু সোনা হাতছাড়া নীরজ চোপড়ার

অবশেষে ৯০ মিটার পার, তবু সোনা হাতছাড়া নীরজ চোপড়ার

প্রকাশিত

শেষ পর্যন্ত বহু প্রতীক্ষিত ৯০ মিটারের গণ্ডি পেরোলেন নীরজ চোপড়া। শুক্রবার দোহায় অনুষ্ঠিত ডায়মন্ড লিগ প্রতিযোগিতায় ৯০.২৩ মিটার দূরে জ্যাভলিন ছুড়লেন টোকিয়ো অলিম্পিক্সের সোনাজয়ী এই ভারতীয় অ্যাথলিট। কেরিয়ারে এই প্রথম তিনি ৯০ মিটারের বেশি ছুঁড়লেন।

তবে এতটা দুরত্বে জ্যাভলিন ছুড়েও প্রথম হতে পারলেন না তিনি। শেষ রাউন্ডে জার্মানির জুলিয়ান ওয়েবার ৯১.০৬ মিটার ছুড়ে সোনা জিতে নেন। দ্বিতীয় স্থানেই শেষ করতে হয় নীরজকে।

প্রতিযোগিতার শুরুতেই নিজের ছন্দ দেখিয়ে দেন নীরজ। প্রথম থ্রোতেই ৮৮.৪৪ মিটার ছুড়েছিলেন। দ্বিতীয় থ্রো ফাউল হলেও তৃতীয় থ্রোয়ে ইতিহাস গড়েন। ৯০.২৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে পৌঁছে যান শীর্ষে। তবে পরবর্তী থ্রোগুলিতে তিনি ৮০.৬০ ও ৮৮.২০ মিটার ছুঁড়লেও আর সেই দুরত্বে পৌঁছাতে পারেননি। অন্যদিকে, ওয়েবার শেষ থ্রোয় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সোনার পদক নিশ্চিত করেন।

এর আগে নীরজ চোপড়ার সেরা পারফরম্যান্স ছিল ৮৯.৯৪ মিটার, যা তিনি ২০২২ সালে স্টকহোম ও লুসানে করেছিলেন। একাধিকবার চেষ্টা করেও ৯০ মিটারের গণ্ডি পার করতে পারেননি। চোট, অস্ত্রোপচারের পর আবার ফিরে এসে এই সাফল্য তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

বর্তমানে তিনি কোচ জ্যান ইয়েলেনির অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন। ইয়েলেনিও একসময় ৯০ মিটারের বেশি দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন। শুক্রবার দোহায় নিজের স্বপ্ন পূরণ করলেও সোনা হাতছাড়া হওয়ায় কিছুটা হতাশ হতে পারেন নীরজ, তবে তাঁর এই কৃতিত্ব নিঃসন্দেহে দেশের ক্রীড়াক্ষেত্রে এক বড় মাইলফলক।

সাম্প্রতিকতম

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

এয়ার ইন্ডিয়া AI171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্রিটিশ নাগরিক রমেশ বিষ্বাসকুমার, যিনি ছিলেন ১১A সিটে।

নীরব মহামারী হয়ে উঠছে হাইপার টেনশন, ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি

বিশ্বে হাইপার টেনশনে ভুগছেন ১.২৮ বিলিয়ন মানুষ। ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি। মাত্র ১২% রোগী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, দাবি হু'র।

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

মুম্বইয়ে মার্কিন কনস্যুলেটের বাইরে ভিসা প্রার্থীদের ব্যাগ রাখার ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা আয় করছিলেন এক অটোচালক। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই উদ্যোগ।

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন বিমানে। দুর্ঘটনার পর আগুন ধরে যায়। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন

নেতাজি ইন্ডোরে সূচনা হল নবম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার

বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নবম নেতাজি সুভাষ রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার আসরের সূচনা হল।...

স্টিক হাতে গুরবক্সের পাশে থেকে তাক লাগালেন সৌরভ, ৩-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহনবাগান

ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগের ফাইনালে ইস্টবেঙ্গলকে ৩-১ হারাল মোহনবাগান। খেলার প্রথমার্ধে মোহনবাগান ২-০ গোলে...

কলকাতায় শুরু হয়েছে টাটা স্টিল ট্রেইলব্লেজার্স কনক্লেভ ৩.০

সঞ্জয় হাজরা বৃহস্পতিবার রেভ স্পোর্টস-এর উদ্যোগে টাটা স্টিল ট্রেইলব্লেজার্স কনক্লেভ ৩.o-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে