Homeখেলাধুলোপ্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: ব্যাডমিন্টনে সোনা জিতলেন নীতেশ কুমার, ডিসকাস ছোড়ায় রুপো যোগেশ...

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: ব্যাডমিন্টনে সোনা জিতলেন নীতেশ কুমার, ডিসকাস ছোড়ায় রুপো যোগেশ কাঠুনিয়ার

প্রকাশিত

প্যারিস: শুটিং-এ অবনী লেখারার সোনা জয়ের পর প্যারালিম্পিক্সের পঞ্চম দিনে ভারতের জন্য আবার সোনার খবর। ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে (এসএল৩) সোনা জিতলেন নীতেশ কুমার। সঙ্গে আর-একটি সুখবর। পুরুষদের ডিসকাস ছোড়ায় (এফ৫৬) রৌপ্যপদক পেলেন যোগেশ কাঠুনিয়া। ভারতের ঝুলিতে পদকের সংখ্যা দাঁড়াল ৯টি – ২টি সোনা, ৩টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ।

নীতেশ কুমার ফাইনালে ব্রিটেনের ড্যানিয়েল বেথেলকে হারালেন ২১-১৪, ১৮-২১, ২৩-২১ ফলাফলে। প্যারালিম্পিক্সের আসরে এই প্রথম সোনা জিতলেন নীতেশ।

২০০৯ সালে একটি দুর্ঘটনার পর নীতেশে পা স্থায়ীভাবে জখম হয়। সেই অবস্থাতেই তিনি খেলা চালিয়ে যায়। আইআইটি মান্ডির গ্র্যাজুয়েট ২৯ বছরের নীতেশ এর আগে ২০২২-এর প্যারা এশিয়ান গেমসে রুপো জিয়েছিলেন। ২০২০-তে টোকিও প্যারালিম্পিক্সের আসরে ব্যাডমিন্টন অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে নীতেশের লক্ষ্য ছিল সোনা জেতা। সেই লক্ষ্য প্যারিসে পূরণ হল।

paris yogesh discus 02.09

যোগেশ কাঠুনিয়া। ছবি এএনআই ‘এক্স’ থেকে নেওয়া।

ডিসকাসে যোগেশের রুপো

৪২.২২ মিটার ডিসকাস ছুড়ে রুপোর পদক জিতলেন যোগেশ কাঠুনিয়া। তিন বছর আগে টোকিও প্যারালিম্পিক্সেও তিনি রৌপ্যপদক জিতেছিলেন। এই মরশুমে এই দূরত্বই সবচেয়ে ভালো পারফরমেন্স।

এই ইভেন্টে সোনা পেলেন ব্রাজিলের ক্লাউডিনে বাতিস্তা দোস সান্তোস। এই নিয়ে প্যারালিম্পিক্সের আসরে তিনি সোনা জিতলেন। পঞ্চমবারের চেষ্টায় ৪৬.৮৬ মিটার দূরত্বে তিনি গেমসে নয়া রেকর্ড সৃষ্টি করলেন।

আরও পড়ুন

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: দৌড়ে প্রীতির দ্বিতীয় ব্রোঞ্জ, হাই জাম্পে নিষাদ কুমারের রুপো, ভারতের ঘরে ৭টি পদক  

সাম্প্রতিকতম

আইএসএল: একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে মুম্বইয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিল মোহনবাগান

মোহনবাগান: ২ (তিরি – আত্মঘাতী, আলবের্তো রদরিগুয়েজ) মুম্বই সিটি এফসি: ২ (তিরি, থায়ের ক্রৌমা)   খবর...

আরজি কর মেডিক্যাল কলেজ এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা আরও ১৫ দিন বৃদ্ধি

আরজি কর মেডিক্যাল কলেজ এলাকায় শান্তিভঙ্গের আশঙ্কায় বেআইনি জমায়েতের নিষেধাজ্ঞা আরও ১৫ দিন বাড়ানো হল। কলকাতা পুলিশ জানিয়েছে, ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বদলে গেল পোর্ট ব্লেয়ারের নাম, এবার কী নামে ডাকা হবে?

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নতুন নাম শ্রীবিজয়পুরম রাখল কেন্দ্রীয় সরকার। ঔপনিবেশিক স্মৃতি মুছে স্বাধীনতা সংগ্রামের সম্মান জানাতে এই পরিবর্তন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে রাজ্যে ২৯ জনের মৃত্যু, দাবি সরকারের, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে ২৯ জনের মৃত্যু হয়েছে বলে দাবি রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

আরও পড়ুন

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: ২৯টি পদক জিতে ইতিহাস গড়ল ভারত, শেষ ২টি সোনা আনলেন নবদীপ, প্রবীণ  

প্যারিস: ইতিহাস সৃষ্টি করল ভারত। আজ পর্যন্ত গেমসের কোনো আন্তর্জাতিক আসর থেকে এত পদক...

মঙ্গলবার থেকে কলকাতার স্যাটারডে ক্লাবে শুরু হচ্ছে জাতীয় স্তরের খেলোয়াড়দের নিয়ে স্নুকার লিগ

কলকাতা: আগামী মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হতে চলেছে প্রো এম (Pro Am) এবং বেঙ্গল...

সিএবি টুর্নামেন্টে কালীঘাটে খেলার জন্য সই করলেন মনোজ, ঋদ্ধিমান, অনুষ্টুপ

বাংলার এই তিন সিনিয়র ক্রিকেটার তাঁদের ক্রিকেটজীবন শুরু করেন কাস্টমস ক্লাবে। তারপর তিনজনেই চলে আসেন কালীঘাটে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?