Homeখেলাধুলোইউএস ওপেন ২০২৪: আবার অঘটন, এবার বিদায় নিলেন জোকোভিচ, চতুর্থ রাউন্ডে গেলেন...

ইউএস ওপেন ২০২৪: আবার অঘটন, এবার বিদায় নিলেন জোকোভিচ, চতুর্থ রাউন্ডে গেলেন অ্যালেক্সি পপিরিন

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

নিউ ইয়র্ক: কার্লোস আলকারাজের পরে নোভাক জোকোভিচ। এবারের ইউএস ওপেন অঘটনের টুর্নামেন্ট হিসাবে চিহ্নিত হয়ে থাকছে। ২৪টি গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচ তৃতীয় রাউন্ডে হেরে গেলেন অস্ট্রেলিয়ার অ্যালেক্সি পপিরিনের কাছে। বিশ্ব র‍্যাঙ্কিং-এ ২৮ নম্বর স্থানে থাকা পপিরিনের পক্ষে ম্যাচের ফল ৬-৪, ৬-৪, ২-৬, ৬-৪।

ইউএস ওপেনে চারবার চ্যাম্পিয়ন হয়েছেন নোভাক জোকোভিচ। বিশ্ব র‍্যাঙ্কিং-এ দ্বিতীয় স্থানে থাকা সেই জোকোভিচ ১৮ বছরে এই প্রথম ইউএস ওপেন থেকে এত তাড়াতাড়ি বিদায় নিলেন।   

এবারের ইউএস ওপেনে দ্বিতীয় বাছাই জোকোভিচ যে খেলা খেললেন তাতে টেনিস বিশেষজ্ঞরা বিস্মিত। ১৪টা ‘ডাবল ফল্ট’ করলেন, আর ৪৯টা ‘আনফোর্সড এরর’।

২০১৭-এর পর এবারের টেনিস মরশুমে জোকোভিচ একটা গ্র্যান্ড স্লাম খেতাবও জিততে পারলেন না। জানুয়ারিতে হয়েছিল অস্ট্রেলিয়া ওপেন। তাতে সেমিফাইনালে হেরে যান ইতালির ইয়ানিক সিনারের কাছে। ওই সিনারই অস্ট্রেলিয়া ওপেনে চ্যাম্পিয়ন হন। আর জোকোভিচকে হারিয়ে বিশ্ব র‍্যাঙ্কিং-এ এক নম্বর জায়গাটা দখল করে নিলেন সিনার, যে জায়গাটা ৪২৮ সপ্তাহ ধরে রেখেছিলেন জোকোভিচ।

তার পর মে-জুনে হল ফ্রেঞ্চ ওপেন। কোয়ার্টার ফাইনালে উঠে হাঁটুর চোটের জন্য নিজেকে প্রতিযোগিতা থেকে সরিয়ে নিলেন জোকোভিচ। এর পর জুলাইয়ে হল উইম্বলডন। জোকোভিচ ফাইনালে হেরে গেলেন আলকারাজের কাছে। শেষ পর্যন্ত ইউএস ওপেনে তৃতীয় রাউন্ডে পরাজিত হওয়ায় ২৫তম গ্র্যান্ড স্লাম অধরাই থেকে গেল জোকোভিচের কাছে।

এই হতাশার বছরে জোকোভিচের একমাত্র সান্ত্বনা প্যারিস অলিম্পিক্সে সোনা জয়। এবং আরও এক সান্ত্বনা এই জয়ের পথে তিনি ফাইনালে হারান আলকারাজকে। এই জয়ের ফলে উইম্বলডনে হারের প্রতিশোধ তোলেন তিনি।

জয়ের পরে পপিরিন বলেন, “মোটামুটি ভালো টেনিস খেললাম। টেনিসে সর্বকালের সেরাকে হারিয়ে চতুর্থ রাউন্ডে যাওয়ার ব্যাপারটা আমি বিশ্বাসই করতে পারছি না।”

গত বছর জোকোভিচের কাছেই অস্ট্রেলিয়ান ওপেন এবং উইম্বলডনে হেরে গিয়েছিলেন পপিরিন। এবার প্রথমবার মন্ট্রিয়েল মাস্টার্স জিতে মানসিকভাবে বেশ বলীয়ান হয়ে এসেছেন জোকোভিচের থেকে ১২ বছরের ছোটো পপিরিন।    

আরও পড়ুন

ইউএস ওপেনে বড়ো অঘটন, অবাছাই ডাচের কাছে হেরে এবছর দুটি গ্র্যান্ড স্লাম জয়ী আলকারাজের বিদায়

সাম্প্রতিকতম

সহায় ফাউন্ডেশন আয়োজিত ‘রবীন্দ্রোৎসব’-এ কবির কবিতা, সংগীত ও নাট্যভাবনার অভিনব মেলবন্ধন

অজন্তা চৌধুরী সহায় ফাউন্ডেশনের আয়োজনে ২৯ জুন, সন্ধ্যায় রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হয়ে গেল ‘রবীন্দ্রোৎসব’ শিরোনামে...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: শতরানের দোরগোড়ায় জো রুট, ধ্রুপদী ক্রিকেট খেলে বড়ো রানের লক্ষ্যে ইংল্যান্ড

ইংল্যান্ড: ২৫১-৪ (জো রুট ৯৯ নট আউট, ওলি পোপ ৪৪, নীতীশ রেড্ডী ২-৪৬) লর্ডস (লন্ডন):...

ডায়াবেটিসে কোষনাশের নেপথ্যে অ্যামিলিন! নতুন তথ্য দিল আইআইটি-র গবেষণা

ডায়াবেটিসে অ্যামিলিন হরমোন কোষে ক্ষতিকর ক্লাম্প তৈরি করে। আইআইটি বোম্বে, কানপুর ও কলকাতার গবেষণায় উঠে এল কোষের গঠন নষ্টের পেছনে নতুন কারণ। গবেষণা প্রকাশিত জার্নাল অফ আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে।

লাইব্রেরি সায়েন্সে স্নাতকদের জন্য সরকারি চাকরির সুযোগ, এনসিইআরটি-তে সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্সে স্নাতকদের জন্য চাকরির সুযোগ এনসিইআরটি-তে। চুক্তিভিত্তিক নিয়োগ, ইন্টারভিউ ২২ জুলাই, বেতন ৩৫ হাজার টাকা।

আরও পড়ুন

অবশেষে ৯০ মিটার পার, তবু সোনা হাতছাড়া নীরজ চোপড়ার

দোহা ডায়মন্ড লিগে ৯০.২৩ মিটার ছুড়েও প্রথম হতে পারলেন না নীরজ চোপড়া। সোনা জিতলেন জার্মানির জুলিয়ান ওয়েবার।

নেতাজি ইন্ডোরে সূচনা হল নবম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার

বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নবম নেতাজি সুভাষ রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার আসরের সূচনা হল।...

স্টিক হাতে গুরবক্সের পাশে থেকে তাক লাগালেন সৌরভ, ৩-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহনবাগান

ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগের ফাইনালে ইস্টবেঙ্গলকে ৩-১ হারাল মোহনবাগান। খেলার প্রথমার্ধে মোহনবাগান ২-০ গোলে...