বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ চোটের কারণে ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন। মঙ্গলবার টুর্নামেন্ট আয়োজকরা জানিয়েছে যে, ডান পায়ের হাঁটুতে চোটের কারণেই তিনি প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছেন।
জোকোভিচ সোমবার রাতে চতুর্থ রাউন্ডে ফ্রান্সিসকো সেরুন্দোলোর বিরুদ্ধে ম্যাচে খেলার সময় এই চোট পান। পাঁচ সেটের লড়াইয়ে জয়ী হলেও, ম্যাচের শেষ দিকে তাঁর যন্ত্রণা স্পষ্ট ছিল। ট্রেনারের চিকিৎসার পরও তিনি খেলতে পারেননি।
এই চোটের ফলে জোকোভিচের গ্র্যান্ড স্ল্যাম টানা ম্যাচ জয়ের রেকর্ডও থেমে গেলো। তিনি টানা ৩৭০ ম্যাচ জিতে রজার ফেডেরারকে ছাড়িয়ে গিয়েছিলেন।
কোয়ার্টার ফাইনালে ওঠার পর জোকোভিচ বলেছিলেন, “আমি জানি না আগামীকাল বা তার পরের দিন কী হবে। কোর্টে নেমে খেলতে পারব কি না, তা নিশ্চিত নই।”
তিনি আরও জানিয়েছিলেন যে, গত দুই সপ্তাহ ধরেই তিনি চোটের সাথে লড়াই করছেন। সেরুন্দোলোর বিরুদ্ধে ম্যাচে পায়ের আঘাতের পর সেই চোট আরও বেড়ে গেছে।
জোকোভিচের ছিটকে পড়া এবারের ফরাসি ওপেনের জন্য একটি বড় ধাক্কা। পুরুষদের এককের ড্র থেকে একজন শীর্ষস্থানীয় প্রতিযোগী বিদায় নেওয়ায় টুর্নামেন্টের উত্তেজনা অনেকটাই কমে গেল।
আরও পড়ুন। আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: একপেশে খেলায় আফগানিস্তানের কাছে নাস্তানাবুদ উগান্ডা