metoo

ওয়েবডেস্ক: এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ডিং #Metoo মুভমেন্ট। মহিলাদের যৌন হেনস্থা, মানসিক হেনস্থার প্রতিবাদে এই আন্দোলন। বলিউডের পরিচালক, অভিনেতাদের বিরুদ্ধে অভিযোগ শেষ হওয়ার নয়। এবার ক্রীড়াক্ষেত্রেও এমন নজিরের খবর শোনা যাচ্ছে। এমনই কাণ্ড নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন মহিলা ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা। মঙ্গলবার টুইট করে এমনটাই জানান অর্জুন পুরস্কার প্রাপ্ত এই খেলোয়াড়। ৩৫ বছর বয়সি এই ক্রীড়াবিদ অবশ্য কিন্তু কারও নাম করেননি।

jwala
জোয়ালা গুত্তা

আরও পড়ুন: ধোনি এশিয়া কাপে অধিনায়কত্ব করার সুযোগ পাওয়ায় অখুশি নির্বাচকরা : রিপোর্ট

টুইটে গুট্টা জানান, “আমার মনে হয় আমার সঙ্গে হওয়া মানসিক হয়রানিগুলো নিয়ে এবার আমার বলা উচিত। ২০০৬ থেকে যখন ‘উনি’ প্রধান হিসাবে নির্বাচিত হন, উনি আমাকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেন। এটা জেনেও যে আমি জাতীয় চ্যাম্পিয়ন। সর্বোপরি যখন আমি রিও থেকে ফিরি আমি জাতীয় দল থেকে ফের বাদ পরি। যার ফলে আমি খেলা বন্ধ করে দিই। যখন সেই ব্যক্তি আমার সঙ্গে পেরে ওঠেনা, তখন আমার সতীর্থদের হুমকি দেয়। আমাকে সবার থেকে একা করে দিতে চায়”।

 

 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন