oscar

ব্লুমফন্টিন: বান্ধবীকে গুলি করে হত্যার দায়ে দোষী সাব্যস্ত দক্ষিণ আফ্রিকার ব্লেড রানার অস্কার পিস্তোরিয়াসের সাজা বাড়াল সে দেশের সুপ্রিম কোর্ট। ছ’বছরের বদলে এখন তাঁকে জেলে থাকতে হবে তেরো বছর পাঁচ মাস।

২০১৩ সালের ভ্যালেন্টাইন্‌স ডে’র ভোরে বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে গুলি করে হত্যা করেন অস্কার। সেই হত্যার দায়ে গত বছর জুলাইয়ে তাঁকে ছ’বছরের জন্য কারাবাসের সাজা শোনানো হয়। অস্কার কেন অল্পের ওপরে ছাড়া পেয়ে যাবেন, এই যুক্তি দিয়ে দেশের সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে রিভার পরিবার।

আবেদনকারীদের অভিযোগ ছিল, ভুলবশত বান্ধবীকয়ে হত্যা করেছেন বলে তিনি এই দাবি করলেও, শুনানি চলাকালীন নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা করতে দেখা যায়নি অস্কারকে। শুনানি চলাকালীন অস্কার বারবার দাবি করে আসছিলেন ডাকাত ভেবে ভুল করে বান্ধবীর ওপরে গুলি চালিয়ে দেন অস্কার, যদিও এই তত্ত্ব অস্বীকার করেছে তাঁর বান্ধবীর পরিবার।

দক্ষিণ আফ্রিকার মানবাধিকার সংগঠনগুলির দাবি অস্কারের সঙ্গে পক্ষপাতিত্ব করা হয়েছিল। কালো চামড়ার মানুষরা একই অপরাধ করলেও তাদের সাজা অনেক বেশি হয় বলে দাবি সংগঠনগুলির।

এই সাজার ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেননি অস্কার বা রিভার পরিবারের সদস্যরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here