চিনা তাইপের তাই জু ইং-কে ২১-১৩, ২১-১৫ পয়েন্টে হারিয়ে ব্যাডমিন্টনের মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠলেন বিশ্বের ১০ নম্বর পিভি সিন্ধু। বিশ্বের ৮ নম্বরকে হারানোর পর এবার তাঁর সামনে বিশ্বের দু’নম্বর চিনের ওয়াং ইহান। খেলা বুধবার।
পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠলেন বিশ্বের ১১ নম্বর কিদাম্বি শ্রীকান্ত-ও। ডেনমার্কের জ্যান জোরগেনসেন-কে হারালেন ২১-১৯, ২১-১৯ পয়েন্টে। বিশ্বের ৫ নম্বরকে হারানোর পর শ্রীকান্তের সামনে এখন দু’বারের অলিম্পিক সোনা জয়ী চিনের লিন ডান। খেলা ১৭ আগস্ট।
এছাড়া সবই ব্যর্থতার ফলাফল। বক্সিং-এ হেরে গেলেন বিকাশ কৃষাণ যাদব। অ্যাথলেটিক্সে বিদায় নিয়েছেন ললিতা বাবর, শ্রাবণী নন্দা ও রেঞ্জিত মাহেশ্বরী। কুস্তিতে হেরে গিয়েছেন রবীন্দ্র ক্ষেত্রি।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।