ইডেনে জেতার স্বপ্ন অধরাই থাকল বাংলাদেশের

0

খবর অনলাইন ডেস্ক: ভাবা হয়েছিল ক্রিকেটের নন্দনকাননে একটা স্বপ্নের ম্যাচ উপহার দেবে বাংলাদেশ, কিন্তু পাকিস্তানের কাছে ৫৫ রানে হেরে বিশ্বকাপ অভিযানের শুরুতেই ধাক্কা খেল তারা। এ দিন শুরু থেকেই দাপট দেখানো শুরু পাকিস্তানি ব্যাটসম্যানদের। ১৮ রানে ওপেনার শার্জিল খান আউট হলেও দুরন্ত পার্টনারশিপে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেন অপর ওপেনার আহমেদ শেহজাদ আর মহম্মদ হাফিজ। ব্যক্তিগত ৫২ রানে শেহজাদ আউট হতেই নামেন অধিনায়ক শাহীদ আফ্রিদি। এবং শুরু থেকেই তাঁর ‘বুমবুম’। বাউন্ডারি লাইনে সৌম্য সরকারের দুরন্ত ক্যাচ হাফিজকে ফেরালেও এতে আফ্রিদির ওপর ব্রেক কষানো যায়নি। মাত্র এক রানের জন্য পাকিস্তানের হয়ে দ্রুততম অর্ধশতরানের সুযোগ হাতছাড়া হয় আফ্রিদির। ১৯ বলে ৪৯ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। পাকিস্তান ইনিংস শেষ করে পাঁচ উইকেটে ২০১-এ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মহম্মদ আমিরের বলে বোল্ড হয়ে যান সৌম্য সরকার। সব্বির রহমন আর তামিম ইকবাল কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও আস্কিং রেট ক্রমশ বাড়তে থাকে। ২৪ রানে আফ্রিদির স্পিনের শিকার হন তামিম। বাংলাদেশের হয়ে একমাত্র লড়াই করে যান বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব-আল-হাসান। ৪০ বলে ৫০ করে অপরাজিত থাকেন সাকিব। শেষ দিকে অধিনায়ক মর্তুজার ১৫ রানের একটি ঝড়ো ইনিংসের সৌজন্যে ১৪৬ রানে নিজেদের ইনিংস শেষ করে বাংলাদেশ। ম্যাচের সেরা নির্বাচিত আফ্রিদি। আজকের ম্যাচে হেরে বাংলাদেশের কাছে সেমিফাইনালে ওঠা কঠিন হয়ে গেল। তাদের পরের ম্যাচগুলি ২১ তারিখ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ২৩ তারিখ ভারতের বিরুদ্ধে আর ২৬ তারিখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তবে ইডেনে জেতার স্বপ্ন এখনও পূরণ করতে পারে বাংলাদেশ। কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে আবার ইডেনেই ফিরে আসবে তারা।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন