Homeখেলাধুলোক্রিকেটবিশ্বকাপ ক্রিকেট ২০২৩: ফখর জামান, আবদুল্লাহ শফিকের ব্যাটিং-এ ভর করে বাংলাদেশকে সহজেই...

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: ফখর জামান, আবদুল্লাহ শফিকের ব্যাটিং-এ ভর করে বাংলাদেশকে সহজেই হারাল পাকিস্তান    

প্রকাশিত

বাংলাদেশ: ২০৪ (৪৫.১ ওভার) (মহমুদুল্লাহ ৫৬, লিটন দাস ৪৫, শাহিন শাহ আফ্রিদি ৩-২৩, মোহম্মদ ওয়াসিম ৩-৩১) 

পাকিস্তান: ২০৫-৩ (৩২.৩ ওভার) (ফখর জামান ৮১, আব্দুল্লাহ শফিক ৬৮, মেহেদি হাসান মিরাজ ৩-৬০)  

কলকাতা: জয়ে ফিরল পাকিস্তান। ৭টি ম্যাচের মধ্যে ৩টি জিতে ৬ পয়েন্ট সংগ্রহ করে অঙ্কের হিসাবে এখনও সেমিফাইনালে যাওয়ার পথ খোলা রাখল তারা। মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্স-এ অনুষ্ঠিত ম্যাচে তারা বাংলাদেশকে হারাল ৭ উইকেটে। আর ৭ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জিতে ২ পয়েন্ট সংগ্রহ করে বাংলদেশ চলে গেল লিগ টেবিলের একেবারে নীচে।

এ দিন বাংলাদেশ টসে জিতে ব্যাট নেয়। নির্ধারিত ৫০ ওভারের ২৯ বল বাকি থাকতেই তাদের ইনিংস গুটিয়ে যায় ২০৪ রানে। মহমুদুল্লাহ, লিটন দাস এবং অধিনায়ক শাকিব আল হাসান ছাড়া কেউই তেমন উল্লেখযোগ্য রান পাননি। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি এবং মোহম্মদ ওয়াসিম ৩টি করে উইকেট দখল করেন। বাংলাদেশের শেষ তিন ব্যাটারকে সরাসরি বোল্ড করেন মোহম্মদ ওয়াসিম। পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারের ১৭.৩ ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় তুলে নেয় মাত্র ৩ উইকেট খুইয়ে। ৭ উইকেটে এই জয়ের ভিত গড়ে দেন দলের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক এবং ফখর জামান। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন ফখর জামান।

আফ্রিদি, ওয়াসিমের বোলিং-এ কাত বাংলাদেশ

প্রথম ব্যাটিং করার ফায়দা বাংলাদেশ তুলতে পারেনি। শুরুতেই বিপর্যয়। ২৩ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। একে একে প্যাভিলিয়নে ফিরে যান তানজিদ হাসান, নজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত চতুর্থ উইকেটের জুটিতে ওপেনার লিটন দাস এবং মহমুদুল্লাহ ৭৯ রান যোগ করেন। দলের ১০৩ রানের মাথায় লিটন দাস ৬৪ বলে ৪৫ রান করে ইফতিকার আহমদের বলে আঘা সলমনকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান।

মহমুদুল্লাহর সঙ্গী হন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। ৭০ বলে ৫৬ করে মহমুদুল্লাহ যখন বিদায় নেন তখন দলের রান ১৩০। শাহিন শাহ আফ্রিদি সরাসরি বোল্ড করেন মহমুদুল্লাহকে। তৌহিদ হৃদয় দ্রুত বিদায় নেওয়ার পর শাকিব সঙ্গী হিসাবে পান মেহেদি হাসান মিরাজকে। সপ্তম উইকেটের জুটিতে তাঁরা যোগ করেন ৪৫ রান। হরিস রাউফের বলে আঘা সলমনকে ক্যাচ দিয়ে আউট হন শাকিব। তিনি করেন ৬৪ বলে ৪৩ রান।

দলের ১৮৫ রানে সপ্তম উইকেট পড়ার পর মাত্র ১৯ রানের মধ্যে বাংলাদেশের বাকি ৩ উইকেট পড়ে যায়। মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে সরাসরি বোল্ড করে ৩টি উইকেট তুলে নেন মোহম্মদ ওয়াসিম। তিনি ৩১ রান দেন। শাহিন শাহ আফ্রিদিও ৩ উইকেট দখল করেন মাত্র ২৩ রান দিয়ে।

৩২.৩ ওভারেই জয় পেল পাকিস্তান

নির্ধারিত ৫০ ওভারের ১৭.৩ ওভার বাকি থাকতেই পাকিস্তান জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। এর জন্য কৃতিত্ব প্রাপ্য দুই ওপেনার আব্দুল্লাহ শফিক এবং ফখর জামানের। প্রথম উইকেটের জুটিতে তাঁরা যোগ করেন ১২৮ রান। বাংলাদেশের বোলারদের বিরুদ্ধে দু’ জনেই বেশ মারমুখী ছিলেন। ৬৯ বলে ৬৮ রান করে শফিক যখন প্যাভিলিয়নের পথ ধরেন তখন দলের রান ১২৮। মেহেদি হাসান মিরাজ তাঁকে এলবিডব্লিউ করেন। এর পর নামেন অধিনায়ক বাবর আজম। তিনি বেশি কিছু করতে পারেননি। মাত্র ৯ রানে তিনিও মিরাজের শিকার হন।

এর পর ফখর জামানের সঙ্গী হন মোহম্মদ রিজওয়ান। দু’ জনে দলের রান নিয়ে যান ১৬৯-এ। ৭৪ বলে ৮১ রান করে জামানও উইকেট তুলে দেন সেই মিরাজের হাতে। মহমুদুল্লাহের হাতে ক্যাচ দিয়ে জামান প্যাভিলিয়নের পথ ধরেন। বাকি কাজটা সেরে ফেলেন মোহম্মদ রিজওয়ান এবং ইফতিকার আহমেদ। দু’জনে নট আউট থাকেন যথাক্রমে ২৬ ও ১৭ রানে। শেষ পর্যন্ত পাকিস্তান ৭ উইকেটে হারাল বাংলাদেশকে। পাকিস্তানের ৩টি উইকেটই তুলে নেন মেহেদি হাসান মিরাজ।

আরও পড়ুন  

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: ব্যাটিং-এ উজ্জ্বল রহমত, শহিদি, ওমরজাই, বোলিং-এ ফারুকি, আফগানিস্তান ধরাশায়ী করল শ্রীলঙ্কাকে

সাম্প্রতিকতম

আগামী কয়েক দিন গরম আরও বাড়তে পারে, কিন্তু গরম পড়াও দরকার

শ্রয়ণ সেন যতই হাহাকার করুন না কেন, গরমকালে গরমই পড়া দরকার। এ বছর মার্চ মাস...

ভারত ও দুবাইয়ের মধ্যে ৩০টিরও বেশি উড়ান বাতিল, ভারী বৃষ্টি ও বন্যার কারণে জনজীবন বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরশাহিতে

ভারী বৃষ্টি ও বন্যা সংযুক্ত আরব আমিরশাহিতে। যে কারণে, মঙ্গলবার এবং বুধবার ভারত ও...

আইএসএল প্লে-অফ পর্যায়ের খেলা শুরু ১৯ এপ্রিল, দেখে নিন কোথায় কোন ম্যাচ

খবর অনলাইন ডেস্ক: ২০২৩-২৪-এর আইএসএল যাত্রা এখনও শেষ হয়নি লিগে প্রথম স্থানাধিকারী ছ’টি দলের।...

৫০ বছরে একজনও ডিঙোতে পারেননি লোকসভার চৌকাঠ, এই প্রথম একসঙ্গে ভোটে লড়ছেন জেএনইউ-র ৩ ছাত্রনেতা

ছাত্র-রাজনীতির কি কোনো প্রয়োজন আছে? এমন প্রশ্নের উত্তর খুঁজতে অব্যাহত তর্ক-বিতর্ক। তবে, দেশের রাজনীতিতে...

আরও পড়ুন

গিল-জুরেল জুটির দৌলতে এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নিল ভারত   

ইংল্যান্ড: ৩৫৩ (জো রুট ১২২ নট আউট, ওলি রবিনসন ৫৮, রবীন্দ্র জাদেজা ৪-৬৭, আকাশ...

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট: পেসারদের কাছে হার মানল ভারত, চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া: ২৫৩-৭ (হরজস সিং ৫৫, হিউ ওয়েবগেন ৪৮, রাজ লিমবানি ৩-৩৮, নমন তিওয়ারি ২-৬৩)...

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট: সচিন ধস আর উদয় সহরনের জুটি ভারতকে পৌঁছে দিল ফাইনালে     

দক্ষিণ আফ্রিকা: ২৪৪-৭ (প্রেতোরিয়াস ৭৬, সেলেতসোয়ানে ৬৪, লিমবানি ৩-৬০, মুশির ২-৪৩) ভারত: ২৪৮-৮ (সচিন ধস...