গত মাসের অলিম্পিকে ভারতের কোনও ক্রীড়াবিদ যা করতে পারেননি, সেটাই করে দেখালেন ‘বিশেষ ভাবে সক্ষম’ মারিয়াপ্পান থাঙ্গাভেলু। প্যারালিম্পিক গেমসের ‘টি-৪২ হাই জাম্প’ ইভেন্টে সোনা জিতলেন তিনি। থাঙ্গাভেলুর থেকে মাত্র দু’টি স্থান নীচে শেষ করে একই ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন বরুণ ভাটি। শনিবার সকাল গৌরবময় হয়ে উঠল ভারতের জন্য।
১.৮৯ মিটার লাফ দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন থাঙ্গাভেলু। ভারতীয় হিসেবে প্যারালিম্পিকের হাই জাম্প ইভেন্টে প্রথম সোনা। অন্যদিকে ব্রোঞ্জ জিতলেও, ভাটির এই ইভেন্টে দেওয়া ১.৮৬-এর লাফটাই নিজের কেরিয়ারের শ্রেষ্ঠতম। শুরুর দিকে প্রথম স্থানে থাকলেও, এই ইভেন্টেই ভারতের আরও এক পদকের দাবিদার শরদ কুমার শেষ করেছেন ছয় নম্বর স্থানে।
একই সাথে সোনা আর ব্রোঞ্জ জয়ের পর দুই ক্রীড়াবিদদের জন্য অভিনন্দনের জোয়ার আসছে। অভিনব বিন্দ্রা থেকে সাক্ষী মালিক, অমিতাভ বচ্চন থেকে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী, সবাই টুইট করে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক থাঙ্গাভেলুকে ৭৫ লক্ষ আর ভাটিকে ৩০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে।
দেখুন থাঙ্গাভেলুর ‘হাই জাম্পের’ সেই মুহূর্তের ভিডিও
Made me cry happy tears after a long time #KalakittaThangam #Rio2016 #Gold #Thangavelu #ThangaveluMariyappan pic.twitter.com/bR311Wtgxi
— T R B Rajaa (@TRBRajaa) September 10, 2016