টাই ব্রেকারে জিতে শেষ চারে উঠল পর্তুগাল

0

খবর অনলাইন:  ইউরোটা অদ্ভুত যাচ্ছে পর্তুগালের। নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে একটা ম্যাচও না জিতে সেমিফাইনালে জায়গা করে নিল তারা। প্রথমে গ্রুপ স্টেজে তিনটে ম্যাচই ড্র করা, শেষ ষোলোর ম্যাচে ১১৭তম মিনিটে গোল হওয়া, তার পর কোয়ার্টারে পেনাল্টি শুট-আউটে জেতা।

এ দিন অবশ্য ম্যাচের শুরুটা খুব সুখের হয়নি রোনাল্ডো বাহিনীর কাছে। পর্তুগালের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজেই শুরু করেছিল পোল্যান্ড। পর্তুগাল ডিফেন্সও সেই আক্রমণ সামলাতে নাজেহাল হচ্ছিল। এই সুযোগেই ম্যাচের দু’মিনিটের মাথায়েই গোল করে পোল্যান্ডকে এগিয়ে দেন রবার্ট লেভানডস্কি। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পোল্যান্ড। ৩৩ মিনিটে জোরালো শট খেলে পর্তুগালকে সমতায় ফেরান অষ্টাদশী তরুণ রেনাতো সাঞ্চেস। তবে এ দিন পোল্যান্ডের কড়া ম্যান মার্কিং-এ চেনা ছন্দে পাওয়া যায়নি রোনাল্ডোকে। কিন্তু টাই ব্রেকারে কোনও ভুল করেননি রোনাল্ডো। প্রথম শট নিতে এসে পোল্যান্ডের জালে বল জড়ান অস্ট্রিয়া ম্যাচে পেনাল্টি মিস করা রোনাল্ডো। পোল্যান্ডের হয়ে প্রথম শট নিতে এসে স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি লেভানডস্কিও। গোল করতে ভুল করেননি পর্তুগালের জোয়াও মোতিনহো, যিনি চার বছর আগের ইউরোয় স্পেনের বিরুদ্ধে টাই ব্রেকারে গোল করতে ব্যর্থ হওয়ার ফলে ফাইনালে উঠে যায় স্পেন। পর্তুগালের হয়ে জয়সূচক পেনাল্টি শটটি নেন, শেষ ষোলোর ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের অন্তিম লগ্নে গোল করা কোরেসমা।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন