খবর অনলাইন ডেস্ক: নতুন ভূমিকায় ভারতের ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাড়ুকোন। আসন্ন প্যারিস অলিম্পিক্সে ভারতের যে ব্যাডমিন্টন দল যাচ্ছে সেই দলের মেন্টর হয়ে প্যারিস যাচ্ছেন অল ইংল্যান্ডজয়ী ব্যাডমিন্টন তারকা।
এবার প্যারিস অলিম্পিক্সে ভারতের ব্যাডমিন্টন দলে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ মিলিয়ে রয়েছেন ১৫ জন। এর মধ্যে খেলোয়াড় ৭ জন। পুরুষদের সিঙ্গলসে লড়বেন এইচ এস প্রণয় এবং লক্ষ্য সেন। মেয়েদের সিঙ্গলসে রয়েছেন পি ভি সিন্ধু। পুরুষদের ডাবলসে খেলবেন সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। আর মেয়েদের ডাবলসে খেলবেন অশ্বিনী পোনাপ্পা এবং তনিশা ক্রাস্তো। এঁদের মধ্যে লক্ষ্য সেন উঠে এসেছেন প্রকাশ পাড়ুকোন ব্যাডমিন্টন অ্যাকাডেমি থেকে। আর পি ভি সিন্ধু আগেই জানিয়ে দিয়েছেন, অলিম্পিক্সে তাঁর মেন্টরের দায়িত্বে থাকবেন প্রকাশ পাড়ুকোন।
৭ জন খেলোয়াড় ছাড়া ৮ জন সাপোর্ট স্টাফ এবার প্যারিসে যাচ্ছেন বলে ব্যাডমিন্টন ফেডারেশনের এক কর্তা জানিয়েছেন। সাপোর্ট স্টাফদের মধ্যে রয়েছেন ১ জন মেন্টর, ৫ জন কোচ এবং ২ জন ফিজিয়ো। মেন্টর হিসাবে যাচ্ছেন প্রকাশ পাড়ুকোন। কোচ হিসাবে যাচ্ছেন পুলেল্লা গোপীচাঁদ, গুরুসাইদত্ত, আগুস স্যান্টোসে, বিমল কুমার ও মাথিয়াস বো এবং ২ জন ফিজিয়ো হলেন জেইনিয়া সমর ও কিরণ চাল্লাগুন্দলা।
পুলেল্লা গোপীচাঁদ দলের প্রধান কোচ। গুরুসাইদত্ত হলেন এইচ এস প্রণয়ের কোচ। পিভি সিন্ধুর কোচ আগুস স্যান্টোসে। লক্ষ্য সেনের কোচ হলেন বিমল কুমার। পুরুষ এবং মহিলাদের ডাবলস জুটি অর্থাৎ সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি ও চিরাগ শেট্টি এবং অশ্বিনী পোনাপ্পা ও তনিশা ক্রাস্তোর কোচ হলেন মাথিয়াস বো। প্যারিস অলিম্পিক্স থেকে ব্যাডমিন্টন দলকে যাতে শূন্য হাতে ফিরে আসতে না হয় তার জন্য ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া চেষ্টার কোনো ত্রুটি রাখেনি।
আরও পড়ুন
প্যারিস অলিম্পিক্স ২০২৪: দেখে নিন ভারত কোন কোন খেলায় অংশ নিচ্ছে, কারা যাচ্ছেন