কোচ বদলের প্রশ্ন উড়িয়ে দিলেন অলিম্পিক্সে রুপো জয়ী পিভি সিন্ধু। সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সিন্ধু জানিয়েছেন, “গোপী স্যার আমার কাছে সেরা কোচ। এর বেশি কিছু আমি আর বলতে চাই না।” আগামী দিনগুলোতে তাঁর কোচিং-এ থেকেই টুর্নামেন্টগুলোতে নামতে চান তিনি।
হায়দরাবাদের গোচিবউলি স্টেডিয়ামে সিন্ধুর সংবর্ধনার আগে এক টিভি ইন্টারভিউতে তেলঙ্গানার উপমুখ্যমন্ত্রী মাহমুদ আলি বলেন, “আমরা সিন্ধুকে যথাযথ কোচিং দেওয়ার পরিকল্পনা করছি, যাতে ও পরের বার সোনা আনতে পারে।” সেই সম্ভাবনাতেই বৃহস্পতিবার জল ঢেলে দিলেন সিন্ধু।
এ প্রসঙ্গে সিন্ধুর কোচ পুল্লেইলা গোপীচাঁদ বলেন, “উপমুখ্যমন্ত্রী হয়তো না জেনেই এই মন্তব্য করেছিলেন।”
পরের মাসে সুপার সিরিজের জন্য প্রস্ততি শুরু করেছেন সিন্ধু।
For me, Gopi sir is the best coach,don’t want to say anything else: PV Sindhu on Telangana Deputy CM’s statement
— ANI (@ANI_news) August 25, 2016
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।