উয়েলবা (স্পেন): ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে হতাশ করলেন পিভি সিন্ধু। কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিতে হল তাঁকে। তবে এই টুর্নামেন্টেরই সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করলেন কিদম্বি শ্রীকান্ত। পুরনো প্রতিদ্বন্দ্বী তাই জু ইং-য়ের কাছে হারকে হয়েছে সিন্ধুকে।
স্পেনের উয়েলবায় শুক্রবার মাত্র ৪২ মিনিটের লড়াইয়ে শেষ হয়ে যায় সিন্ধুর লড়াই। তাই জু-র কাছে তিনি হারেন ১৭-২১, ১৩-২১ গেমে। এই নিয়ে টানা পাঁচ ম্যাচে তাই জু-র কাছে হারলেন সিন্ধু। টোকিও অলিম্পিকেও এই প্রতিপক্ষের কাছেই হেরেছিলেন সিন্ধু।
তবে সিন্ধুর ব্যর্থতার মাঝেও আশার আলো দেখালেন শ্রীকান্ত। নেদারল্যান্ডসের মার্ক ক্যালজোকে ২১-৮, ২১-৭ গেমে উড়িয়ে দেন তিনি। সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন তিনি। এখনও খেলা বাকি লক্ষ্য সেন এবং এইচ এস প্রণয়ের। ফলে আরও পদকের আশা রয়েছে ভারতের।
আরও পড়তে পারেন
হকিতে পাকিস্তানবধ ভারতের, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় ৩-১ গোলে
আইএসএল ২০২১: বেঙ্গালুরুর কাছে পয়েন্ট খোয়াল এটিকে মোহনবাগান
বিরাট-বিতর্কে অবশেষে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়
সাড়ে ৩ বছর পর অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে ফিরলেন স্টিভ স্মিথ
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।