বিশ্ব টেনিসের কিংবদন্তি রাফায়েল নাদাল ৩৮ বছর বয়সে টেনিস থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। নভেম্বর মাসে স্পেনে অনুষ্ঠিত হতে যাওয়া ডেভিস কাপ টুর্নামেন্ট হবে তার শেষ প্রতিযোগিতা। নাদাল এই ঘোষণা সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে করেছেন, যেখানে তিনি তার অবসর পরিকল্পনার কথা জানান।
রাফায়েল নাদাল, যিনি ‘এল মাতাদর’ নামে পরিচিত, তার ক্যারিয়ারে ২২টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন। মালাগাতে অনুষ্ঠিতব্য ডেভিস কাপ তার দীর্ঘ ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট হিসেবে চিহ্নিত হবে।
নাদালের অবসর ঘোষণা উপলক্ষে আমরা ফিরে তাকাই তাঁর পাঁচটি অন্যতম সেরা পারফরম্যান্সের দিকে:
রোল্যান্ড গ্যারোসের ‘রাজা’র খ্যাতি (২০১৪ ফ্রেঞ্চ ওপেন):
২০১৪ সালের ফ্রেঞ্চ ওপেন ফাইনালে নাদাল ও জকোভিচের মধ্যে আরেকটি টেনিস ক্লাসিক সংঘটিত হয়েছিল। নাদাল ৩-৬, ৭-৫, ৬-২, ৬-৪ স্কোরে জয় লাভ করে টেনিস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নয়টি ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন। এই ম্যাচটি তাঁকে ক্লে কোর্টে অপ্রতিরোধ্যতা প্রমাণ করেছিল এবং তাঁকে রোল্যান্ড গ্যারোসের রাজা হিসেবে খ্যাতি দিয়েছিল।
ব্রাজিলে অলিম্পিক স্বর্ণপদক (২০১৬)
২০১৬ সালের অলিম্পিকে নাদাল ও তার পার্টনার মার্ক লোপেজ পুরুষদের ডাবলসে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতেছিলেন। দু’ঘণ্টা ২৬ মিনিটের ফাইনালে তারা রোমানিয়ার ফ্লোরিন মার্গিয়া ও হোরিয়া টেকাউকে ৬-২, ৩-৬, ৬-৪ সেটে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করেছিলেন। স্বর্ণপদক জয়ের পর দু’জনেই আবেগাপ্লুত হয়ে কোর্টে কান্নায় ভেঙে পড়েন।
২০০৮ উইম্বলডন ফাইনাল
টেনিস ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ হিসেবে বিবেচিত ২০০৮ সালের উইম্বলডন ফাইনালে নাদাল রজার ফেদেরারকে পরাজিত করেন। চার ঘণ্টা ৪৮ মিনিটের এই দীর্ঘ ও উত্তেজনাপূর্ণ ম্যাচে নাদাল প্রথমবার উইম্বলডনের শিরোপা অর্জন করেন।
২০২২ অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল
২০২২ সালের অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে নাদাল দুই সেট পিছিয়ে থেকেও দানিল মেদভেদেভকে ৫ সেটে পরাজিত করেন। এই জয়ে তিনি ২২তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা অর্জন করেন, যা তার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন।
২০০৫ ফ্রেঞ্চ ওপেন ফাইনাল
২০০৫ সালে রাফায়েল নাদাল প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেন শিরোপা জেতেন। মাত্র ১৯ বছর বয়সে এই শিরোপা জয় তার ক্যারিয়ারের সূচনা করেছিল এবং সেই সময় তিনি প্রথম টিনএজার হিসেবে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে জয়লাভ করেন।
রাফায়েল নাদালের এই অবসর ঘোষণা টেনিস বিশ্বের একটি যুগের সমাপ্তি। তাঁর অসাধারণ ক্যারিয়ার ভবিষ্যতে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।