খবর অনলাইন: প্রত্যাশা মতোই প্রথম এক দিনের ম্যাচে জিম্বাবোয়েকে সহজে হারিয়ে আফ্রিকান সাফারি শুরু করল ভারত। শনিবার হারারেতে টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন অধিনায়ক ধোনি। ভারতের হয়ে তিন জনের অভিষেক ঘটে এই ম্যাচে, কে এল রাহুল, করুন নায়ার আর যজুবেন্দ্র চহ্বল।
ধবল কুলকার্নি-বরিন্দর শ্রান-জস্প্রিত বুমরাহকে নিয়ে সাজানো বোলিং লাইন আপের সামনে শুরু থেকেই ভেঙে পড়ে জিম্বাবোয়ে ব্যাটিং। এল্টন চিগুম্বুরা (৪১) ছাড়া কেউই সে ভাবে প্রতিরোধ গড়তে পারেননি। পঞ্চাশতম ওভারে ১৬৮ রানেই শেষ হয়ে যায় জিম্বাবোয়ে। জস্প্রিত বুমরাহ নেন চার উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই করুন নায়ারকে হারালেও রাহুল আর অম্বতি রায়াডুর অপরাজিত ১৬২ রানের পার্টনারশিপের দৌলতে ৪৪তম ওভারে জয়ের টার্গেটে পৌঁছে যায় ভারত। বিশ্বের একাদশতম ব্যাটসম্যান হিসেবে এক দিনের ম্যাচে অভিষেকেই শতরান করে ম্যান অফ দ্য ম্যাচ হলেন রাহুল।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।