হায়দরাবাদ: প্রথম ম্যাচে দু’উইকেট নিয়ে নজর কেড়েছিলেন আফগানিস্তানের অফ-স্পিনার রশিদ খান, এ বার নিলেন তিন উইকেট। চার ওভারে দিলেন মাত্র ১৯ রান। তাঁর এই দুর্ধর্ষ স্পেলকে ভিত্তি করেই গুজরাত লায়ন্সকে হারাল হায়দরাবাদ। রবিবার প্রথমে ব্যাট করে গুজরাত করে সাত উইকেটে ১৩৫। সর্বোচ্চ ৩৭ রান করেন ডোয়েন স্মিথ। জবাবে ২৭ বল বাকি থাকতে ন’উইকেট হাতে রেখেই জয়ের টার্গেটে পৌঁছে যায় হায়দরাবাদ। অধিনায়ক ওয়ার্নার করেন অপরাজিত ৭৬। ৫২ রানে অপরজিত থাকেন এনরিকেস। দু’ম্যাচে দু’টো জয়ের সুবাদে এই মুহূর্তে লিগ শীর্ষে হায়দরাবাদ।
♦ আফগানি রশিদের দুর্ধর্ষ স্পেল, গুজরাতকে হারাল হায়দরাবাদ
0