stefanos wins

ওয়েবডেস্ক অস্ট্রেলিয়ান ওপেনে ইন্দ্রপতন। মেলবোর্ন পার্কের রড লেভার এরেনায় অনুষ্ঠিত খেলায় চতুর্থ রাউন্ডে বিদায় নিলেন রজার ফেডেরার। ফেডেরারের পর পর তিন বার এবং মোট সাত বার অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা জেতার পথে বাধ সাধলেন গ্রিক তরুণ স্তেফানোস সিতসিপাস। প্রথম সেটে ৬-৭-এ পিছিয়ে গিয়ে শেষ পর্যন্ত চার সেটে ম্যাচ জিতে নিলেন ২০ বছরের স্তেফানোস। স্তেফানোসের অনুকূলে ম্যাচের ফল হল ৬-৭ (১১), ৭-৬ (৩), ৭-৫, ৭-৬ (৫)। কোয়ার্টার ফাইনালে স্তেফানোসের প্রতিদ্বন্দ্বী স্পেনের রবার্তো বাউতিস্তা।

আরও পড়ুন অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টারে নাদাল, ছিটকে গেলেন চিলিচ

অস্ট্রেলিয়ান ওপেনে প্রবীণতম ও কনিষ্ঠতমের এই হাড্ডাহাড্ডি খেলায় মাথা ঠান্ডা ম্যাচ বের করে নিলেন কনিষ্ঠতমই। ৩৭ বছরের ফেডেরার ১২টি ব্রেক পয়েন্টের একটাও কাজে লাগাতে পারেননি।

Federar loses
ক্লান্ত ফেডেরার।

জেতার পরে এক সাক্ষাৎকারে সিতসিপাস বলেন, “আমি কিছু বর্ণনা করতে পারছি না। আমি বর্ণনা করতে পারছিনা। এই মুহূর্তে এই পৃথিবীতে আমি সব চেয়ে সুখী মানুষ। আমাদের স্পোর্টে রজার এক জন কিংবদন্তি। বছরের পর বছর ধরে কতটা ভালো টেনিস দিয়ে গিয়েছেন রজার। ছ’ বছর ধরে আমি তাঁকে দেবতা জ্ঞানে পুজো করে এসেছি।”

স্তেফানোসের এই অবিশ্বাস্য জয়ের পরে তাঁকে অভিনন্দন জানিয়ে টেনিস জগৎ থেকে  টুইট বার্তায় নানা রকম মন্তব্য এসেছে।

 

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here