খবর অনলাইন: আবার একটি স্বপ্নভঙ্গ দেখল ইউরো। গত রবিবার রাতের আইসল্যান্ডের মতো বুধবার রাতে ওয়েলস। রিয়েল মাদ্রিদ দলের দুই সতীর্থের টক্করে শেষ হাসি হাসলেন রোনাল্ডোই।
এ দিন ম্যাচের প্রথমার্ধে অবশ্য পর্তুগালের থেকে ওয়েলসই ভালো খেলেছিল। গোলের একটি সুযোগও এসেছিল গ্যারেথ বেলের কাছে কিন্তু তাতে লাভের কিছুই হয়নি। দ্বিতীয়ার্ধে খেলার ছবিটা পালটে যায়। ৫০ থেকে ৫৩, এই তিন মিনিটের মধ্যেই ওয়েলসের আশায় সব জল ঢেলে দেন রোনাল্ডো। প্রথমে কর্নার থেকে নেওয়া শটে, তাঁর বিখ্যাত স্পট জাম্পে দুর্দান্ত হেড করেন রোনাল্ডো। এর ঠিক তিন মিনিটের মধ্যেই ফের আক্রমণ রোনাল্ডোর। তাঁর পাস থেকে দুর্দান্ত টাচে গোলে পাঠান নানি। এই জোড়া ধাক্কা আর সামলে উঠতে পারেনি ওয়েলস।
শেষ বার ইউরো ফাইনালে পর্তুগাল খেলেছিল ২০০৪-এ। তবে কাপ জেতা হয়নি। এ বার দেখার, ইউরো কাপ ঘরে তুলতে পারে কি না তারা। আজ, বৃহস্পতিবার জার্মানি আর ফ্রান্সের ম্যাচে যে জিতবে, পর্তুগালের মুখোমুখি হবে তারা।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।