আরও একটা পদকের সম্ভাবনার বিদায়। হেরে গেলেন সাইনা নেহওয়াল। ব্যাডমিন্টনের সেকেন্ড গ্রুপ স্টেজে হেরে গিয়ে এই বারের মতো অলিম্পিকের মহিলা সিঙ্গলস ইভেন্ট থেকে বিদায় নিলেন সাইনা। রবিবার উইক্রেনের মারিয়া ইউলিটিনার কাছে সেকেন্ড গ্রুপ স্টেজের ম্যাচে ১৮-২১, ১৯-২১ গেমে হেরে গেলেন তিনি। প্রথম ম্যাচে ব্রাজিলের লোহাইনি ভিসেন্টিকে হারালেও সাইনা যে ছন্দে নেই, তা বোঝা গিয়েছিল সে দিনই। রবিবারও বারবার চাপের মুখে ভুল করেন হায়দরাবাদি।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।