সারাওয়াক (মালায়শিয়া): সমালোচকদের জবাব দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটালেন সাইনা নেহওয়াল। রুদ্ধশ্বাস ফাইনালে থাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে মালয়েশিয়া মাস্টার্স গ্রাঁ প্রিক জিতলেন তিনি।
গত বছর জুনে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সাইনা। সেটিই ছিল তাঁর শেষ বড়ো কোনো টুর্নামেন্ট জয়। পরের পাঁচ মাস আদৌ সুখকর হয়নি সাইনার জন্য। রিও অলিম্পিকে প্রথম রাউন্ডে বিদায় নেওয়ার পর হাঁটুতে চোটের জন্য কোর্টের বাইরে থাকতে হয় তাঁকে। হাঁটুতে অস্ত্রোপচারও করাতে হয়। চোট তাঁর কেরিয়ারকে শেষ করে দিতে পারে এমনও আশঙ্কাপ্রকাশ করেছিলেন বিশ্বের এই দশ নম্বর খেলোয়াড়।
এ দিনের ফাইনালে প্রতিদ্বন্দ্বী থাইল্যান্ডের পর্নপাওই চচুওয়ঙের বিরুদ্ধে প্রথম সেটে পিছিয়ে পড়ে ২২-২০ ব্যবধানে জেতেন সাইনা। পরের গেমের ফলও এক। ২২-২০।