কুস্তিতে ব্রোঞ্জ পেলেন সাক্ষী মালিক, রিও-য় প্রথম পদক ভারতের

0

অবশেষ রিও অলিম্পিকে পদক পেল ভারত। মহিলাদের ফ্রিস্টাইল কুস্তির ৫৮ কেজি ক্যাটেগরিতে ব্রোঞ্জ জিতলেন সাক্ষী মালিক। হারালেন কিরঘিজস্তানের আইসুলু তিনিবেকোভা-কে। টানটান উত্তজনার লড়াইতে আইসুলুকে ৮-৫ পয়েন্টে হারান সাক্ষী। লড়াইতে শুরুর দিকে ০-৫ পয়েন্টে পিছিয়ে গিয়েছিলেন সাক্ষী। ম্যাচ শেষ হওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগে ৩ পয়েন্টের কসরৎ দেখিয়ে ভারতের প্রথম ঘরে তুললেন সাক্ষী। তিনিই প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির যিনি অলিম্পিক থেকে পদক আনলেন।

sakshi-medal

সাক্ষীকে ২.৫ কোটি টাকা এবং সরকারি চাকরি দেবার কথা ঘোষণা করেছে হরিয়ানা সরকার। সাক্ষীর পদকে উচ্ছ্বসিত জিমন্যাস্ট দীপা কর্মকার। তিনি সাক্ষীকে শুভেচ্ছা জানিয়েছেন।

সাক্ষীকে শুভেচ্ছা বার্তা

 


সাক্ষীর ভাই

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন