আর একটা ম্যাচ জিতলেই টেনিস থেকে ভারতের জন্য রুপো নিশ্চিত করে ফেলবেন সানিয়া মির্জা-রোহন বোপান্না জুটি। মিক্সড ডবলস কোয়ার্টার ফাইনালে ব্রিটেনের অ্যান্ডি মারে-হেদার ওয়াটসন জুটিকে স্ট্রেট সেটে হারালেন তাঁরা। এক ঘণ্টা ৭ মিনিট ধরে চলা ম্যাচের ফল ৬-৪, ৬-৪। সেমিফাইনালে জিতলেই রুপো নিশ্চিত আর হারলে আরও একটি ম্যাচ খেলতে হবে ব্রোঞ্জের জন্য। সেমিফাইনালে অবশ্য কঠিন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে চলেছেন ভারতীয় জুটি। তাঁদের উল্টো দিকে থাকবেন মার্কিন জুটি ভেনাস উইলিয়ামস ও রাজীব রাম।
পদকের আশা জাগালেন বক্সার বিকাশ কৃষ্ণন যাদব। ৭৫ কেজি মিডলওয়েট বিভাগে তুর্কির প্রতিযোগীকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন তিনি। এখন তাঁর সামনে উজবেকিস্তানের বেক্তেমির মেলেকুজিয়েভ। সেমিফাইনালে উঠলেই ব্রোঞ্জ নিশ্চিত হরিয়ানার বক্সারের।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।