সেমিফাইনালে হার সানিয়া-রোহনের, এখনও রয়েছে পদকের আশা

0

খুব ভাল শুরু করেও মার্কিন জুটি ভেনাস উইলিয়ামস ও রাজীব রামের কাছে সেমিফাইনালে হেরে গেলেন সানিয়া-রোহন। ফল ৬-২, ২-৬. ৩-১০। প্রথম সেটে ভারতীয় মিক্সড ডাবলস জুটি জিতলেও দ্বিতীয় সেটে হেরে যান তারা। ফলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে ৩-১০ ফলে হেরে যান সানিয়ারা। তবে ব্রোঞ্জের আশা এখনও রয়েছে। অন্য সেমিফাইনালের পরাজিত দলের সঙ্গে ব্রোঞ্জ জেতার লড়াই-য়ে নামতে হবে তাদের। দ্বিতীয় সেমিফাইনালে মার্কিন জুটি বেতানি মাটেক স্যান্ড ও জ্যাক সকের মুখোমুখি হবে চেক জুটি লুসি হ্রাডেকা ও রাডেক স্টেপানেক।

অন্যদিকে সেমিফাইনালে হেরে গেলেন রাফায়েল নাদাল।  আর্জেন্টিনার দেল পোত্রোর কাছে হারলেন ৫-৭, ৪-৬, ৬-৭ ফলে। ফাইনালে গতবারের সোনা জয়ী ব্রিটেনের অ্যান্ডি মারের মুখোমুখি হবেন দেল পোত্রো। ব্রোঞ্জের জন্য জাপানের কেই নিশিকোরির সঙ্গে খেলতে হবে নাদালকে।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন