খবর অনলাইন: এক এক করে বাইশ। এই নিয়ে বাইশটা গ্র্যান্ড স্লাম জয়ের অধিকারিণী হলেন সেরেনা উইলিয়ামস। আর সাত বার উইম্বলডন খেতাব জয়।
বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা সেরেনা আজ জার্মানির আঞ্জেলিক কেয়ারবেয়ারকে ৭-৫, ৬-৩-এ হারিয়ে গ্র্যান্ড স্লাম জয়ের হিসাবে স্টেফি গ্রাফের রেকর্ড ছুঁলেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে চার নম্বরে থাকা আঞ্জেলিক গত অস্ট্রেলীয় ওপেনে ৩৪ বছরের সেরেনাকে হারিয়ে আপসেট ঘটিয়েছিলেন। কিন্তু উইম্বলডনে আর অঘটন ঘটল না।
প্রথম বার উইম্বলডন জেতার পর চোদ্দোটা বছর কেটে গিয়েছে। ইতিমধ্যে আরও ছ’ বার এই খেতাব জিতে নিয়েছেন সেরেনা। আর এই খেতাব জেতার পথে মাত্র একটা সেট হেরেছেন। উইম্বলডন জিতে সেরেনা বলেছেন, “এই কোর্টে খেলে মনে হয় বাড়িতে খেলছি।”
টেনিসে প্রধান প্রধান টুর্নামেন্ট জেতার ব্যাপারে মেয়েদের ক্ষেত্রে সর্বকালীন রেকর্ড মার্গারেট কোর্টের। কোর্ট সর্ব মোট বড়ো খেতাব জিতেছেন ২৪টি। তার মধ্যে ১৩টি খেতাব টেনিস ১৯৬৮ সালে পেশাদারি খেলা হওয়ার আগে। সেই কোর্টকে ছুঁতে আর মাত্র দু’ কদম দূরে সেরেনা।
ছবি: সৌজন্যে সিসিএন
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।