বার্মিংহ্যাম: কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনের শুরুতেই পদতের খাতা খুলল ভারত। ভারোত্তোলনের ৫৫ কিলো বিভাগে রুপো জিতলেন সংকেত সরগর। যদিও সোনা জয়েরও খুব কাছাকাছি চলে এসেছিলেন তিনি।
এ দিন প্রথম চেষ্টায় ১০৭ কেজি তোলেন সংকেত। দ্বিতীয় চেষ্টায় তোলেন ১১১ কেজি। তৃতীয় বার তোলেন ১১৩ কেজি। স্ন্যাচ ইভেন্টের শেষে শীর্ষে পৌঁছে যান ভারতের এই ভারোত্তোলক।
এর পর ক্লিন এবং জার্ক বিভাগে প্রথম চেষ্টায় ১৩৫ কেজি তোলেন সঙ্কেত। দ্বিতীয় এবং তৃতীয় চেষ্টায় ১৩৯ কেজি তুলতে গিয়ে ব্যর্থ হন সংকেত। পাশাপাশি, তৃতীয় প্রচেষ্টায় চোটও পেয়ে যান তিনি। দুই বিভাগ মিলিয়ে তিনি তোলেন ২৪৮ কেজি।
সোনার কাছাকাছি এসেও পারলেন না সঙ্কেত। শেষ সুযোগে মালয়েশিয়ার প্রতিযোগী ১৪২ কেজি তুলে সোনা জিতে যান।