পদক নিশ্চিত করে এ বার স্বর্ণ সন্ধানে সিন্ধু

0

জাপানের প্রতিপক্ষকে নাকানিচোবানি খাইয়ে অলিম্পিকের ফাইনালে উঠে গেলেন পিভি সিন্ধু। ভারতের ব্যাডমিন্টনের ইতিহাসে এই প্রথম অলিম্পিকের ফাইনালে উঠলেন কোনও ভারতীয়। শুক্রবার ভারতের জন্য রুপোর পদক নিশ্চিত করলেন হায়দরাবাদের এই ২১ বছরের তরুণী।

বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকে দাপট দেখাতে শুরু করেন সিন্ধু। তবে মাঝে মধ্যে আনফর্সড এররে পয়েন্ট খোয়াচ্ছিলেন তিনি। তবে পুরো প্রথম গেম জুড়ে লিড ধরে রাখেন তিনি। ২১-১৯-এ জিতে প্রথম গেম দখলে নেন সিন্ধু।

দ্বিতীয় গেমের শুরুতে অবশ্য কিছুটা হোঁচট খান হায়দরবাদি তরুণী। দ্বিতীয় গেমের শুরুতেই ৩ পয়েন্টের ব্যবধান নিয়ে নিয়েছিলেন সিন্ধু। কিন্তু প্রতিপক্ষ ঘুরে দাঁড়ানোয় সঙ্গে সঙ্গেই লিড খোয়ান তিনি। পর পর ৫টি পয়েন্ট অকুহারাকে দিয়ে দেন সিন্ধু। তবে আবার লিড নিজের দখলে নেন সিন্ধু। গেমের মধ্যবর্তী বিরতির পর ফের নিজের দাপট দেখানো শুরু সিন্ধুর। বিরতিতে ১১-১০-এ এগিয়ে থাকা সিন্ধু পর পর পয়েন্ট জেতেন। দ্বিতীয় গেমের সিন্ধুর জয়ের ব্যবধান ২১-১০। দুই গেমের ম্যাচে জাপানি অকুহারাকে হারিয়ে দেন সিন্ধু।

সোনার জেতার লক্ষ্য নিয়ে শুক্রবার সন্ধে সাড়ে ৭টায় বিশ্বের এক নম্বর স্পেনের কোরোলিনা মারিনের বিরুদ্ধে নামবেন সিন্ধু।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন