PV-sindhu-1

ওয়েবডেস্ক: চলতি মাসের শুরুতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভাল শুরু করেও ফাইনালে হেরে যান ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। ২০১৬ অলিম্পিক্সে রুপো জয়ী এই শাটলার দেশকে এনে দিয়েছেন অনেক সম্মান। সেই সিন্ধুর ঝুলিতে ফের নতুন শিরোপা। এই মুহূর্তে অবশ্য ইন্দোনেশিয়ায় এশিয়াডে দেশকে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

ফোর্বস ম্যাগাজিনের ২০১৮ ক্রীড়াবর্ষের বিশ্বের সেরা দশ ধনী মহিলা ক্রীড়াবিদের তালিকায় জায়গা করে নিলেন সিন্ধু। সম্প্রতি প্রকাশিত এই তালিকায় একমাত্র ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে রয়েছেন সিন্ধু। তাঁর আয় (৮.৫ মিলিয়ন পাউন্ড)।

তালিকায় মোট আটজন টেনিস খেলোয়াড় রয়েছেন। শীর্ষে মহিলা টেনিসের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় সেরেনা উইলিয়ামস। তাঁর আয়ের পরিমাণ (১৮.১ মিলিয়ন পাউন্ড)।

দেখে নিন সেই তালিকা:

১। সেরেনা উইলিয়ামস – ১৮.১ মিলিয়ন পাউন্ড

২। ক্যারোলাইন ওজনিয়াকি – ১৩ মিলিয়ন পাউন্ড

৩। স্লোন স্টিফেন্স – ১১.২ মিলিয়ন পাউন্ড

৪। গারবিন মুগুরুজা – ১১ মিলিয়ন পাউন্ড

৫। মারিয়া শারাপোভা – ১০.৫ মিলিয়ন পাউন্ড

৬। ভেনাস উইলিয়ামস – ১০.২ মিলিয়ন পাউন্ড

৭। পিভি সিন্ধু – ৮.৫ মিলিয়ন পাউন্ড

৮। সিমোনা হালেপ – ৭.৭ মিলিয়ন পাউন্ড

৯। ড্যানিকা প্যাট্রিক – ৭.৫ মিলিয়ন পাউন্ড

১০। অ্যাঞ্জেলিক কার্বার – ৭ মিলিয়ন পাউন্ড।  

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন