Stadium
সল্টলেকে বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়াম

কলকাতা: সল্টলেক বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামের সিন্থেটিক ট্র্যাকে গত ৩-৪ বছর ধরে বন্ধ ছিল অ্যাথলিটদের অনুশীলন ও প্রশিক্ষণ। বিশ্বমানের এই সিন্থেটিক ট্র্যাকে অনুশীলন করলে তার ক্ষতি হওয়ার আশঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সূত্রের খবর, অনুশীলনজনিত সমস্যার সমাধানে ওই ট্র্যাক ফের অ্যাথলিটদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তবে তা শর্তসাপেক্ষ।

গত কয়েক বছর ধরেই এই ধরনের আন্তর্জাতিক মানের ট্র্যাক রাজ্যের অন্যত্র না থাকায় অ্যাথলিটদের পড়তে হচ্ছে সমস্যায়। এমনকী স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়াতেও(সাই) সিন্থটিক ট্র্যাক থাকলেও তা রাজ্যের অধীনে নয়। ফলে এ রাজ্যের অ্যাথলিটরা যখন জাতীয় বা আন্তর্জাতিক স্তরের সিন্থেটিক ট্র্যাকের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন, তখন অনুশীলনের অভাবজনিত কারণ বড়ো হয়ে ধরা পড়ছে।

পড়তে পারেন: এ মরশুমে এই বিদেশি স্ট্রাইকারকে খেলতে দেখা যেতে পারে লাল-হলুদ জার্সিতে

তবে অনুশীলনের বিষয়টির উপর থাকছে নির্দিষ্ট শর্ত। সম্পূর্ণ বিষয়টির দেখভাল করছে রাজ্য অ্যাথলেটিকস সংস্থা। এক মাত্র তাদের অনুমতি প্রাপ্ত অ্যাথলিটরাই ওই সিন্থেটিক ট্র্যাকে অনুশীলনের সুযোগ পাবেন বলে জানা গিয়েছে। সংস্থা চায়, জাতীয় ও আন্তর্জাতিক স্তরের অ্যাথলিটদের যুবভারতীতে অনুশীলনে অগ্রাধিকার দিতে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here