কলকাতা: বুধবার কলকাতার ধন ধান্য স্টেডিয়ামে শুরু হল টাটা স্টিল দাবা প্রতিযোগিতা। এ দিন তিন রাউন্ড খেলার পর পুরুষদের বিভাগে এগিয়ে আছেন উজবেকিস্তানের তরুণ গ্র্যান্ডমাস্টার নোদিরবেক আবদুসাত্তোরোভ। মেয়েদের বিভাগে এগিয়ে রয়েছেন তিন জন – ভারতের বন্তিকা আগরওয়াল, রাশিয়ার আলেক্সান্দ্রা গোরিয়াচকিনা এবং কাতেরিনা লাগনো।
নোদিরবেক আবদুসাত্তোরোভ তিন রাউন্ডের খেলায় ২.৫ পয়েন্ট সংগ্রহ করেন। প্রথম গেমটি রুশ গ্র্যান্ডমাস্টার দানিল দুবোভের সঙ্গে ড্র করার পর পরের দুটি রাউন্ডে জেতেন জার্মানির ভিনসেন্ট কেমার এবং ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দের বিরুদ্ধে।
রমেশবাবু প্রজ্ঞানন্দ ও ম্যাগনাস কার্লসেনের খেলা।
তুলনায় বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের শুরুটা খুব একটা ভালো হয়নি। পর পর দুটি রাউন্ড ড্র করেন ভারতের প্রজ্ঞানন্দ এবং নিহাল সারিনের সঙ্গে। শেষ পর্যন্ত তৃতীয় রাউন্ডে ভারতের বিদিথ গুজরাতির বিরুদ্ধে জিতে ২ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন। তবে দ্বিতীয় স্থানে আরও ২ জন রয়েছেন – ভারতের এস এল নারায়ণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ডমাস্টার ওয়েসলে সো।
ভিনসেন্ট কেমারের বিরুদ্ধে জিতে এবং ওয়েসলে সো ও অর্জুন এরিগাইসির সঙ্গে ড্র করে ২ পয়েন্ট ঘরে তুলেছেন এস এল নারায়ণ।
ভারতের বন্তিকা আগরওয়াল প্রথম রাউন্ডেই হারান রাশিয়ার ভ্যালেন্তিনা গুনিনাকে এবং পরের দুটি রাউন্ডে ড্র করেন আলেক্সান্দ্রা কোস্তেনিউক এবং নানা জ্যাগ নিৎসের সঙ্গে।
র্যাপিড বিভাগে আরও ছ’ রাউন্ড বাকি। তার পর শনিবার থেকে শুরু হবে ব্লিৎজ বিভাগের খেলা।
ছবি: সঞ্জয় হাজরা