Home খেলাধুলো কলকাতায় শুরু হয়েছে টাটা স্টিল ট্রেইলব্লেজার্স কনক্লেভ ৩.০

কলকাতায় শুরু হয়েছে টাটা স্টিল ট্রেইলব্লেজার্স কনক্লেভ ৩.০

অনুষ্ঠানে নিজের কথা বলছেন মনু ভাকর।

সঞ্জয় হাজরা

বৃহস্পতিবার রেভ স্পোর্টস-এর উদ্যোগে টাটা স্টিল ট্রেইলব্লেজার্স কনক্লেভ ৩.o-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল কলকাতার এক পাঁচতারা হোটেলে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যারিস অলিম্পিকে দুটি পদক জয়ী মনু ভাকর, অলিম্পিকে পদক জয়ী কুস্তিগির সাক্ষী মালিক, প্যারিস প্যারালিম্পিকে জ্যাকলিন থ্রোতে সোনা জয়ী খেলোয়াড় নবদ্বীপ সিং, ক্রিকেটার চেতেশ্বর পুজারা, পদ্মভূষণ ওং অর্জুন সম্মানে সম্মানিত প্রাক্তন ব্যাডমিন্টন তারকা পুলেল্লা গোপীচাঁদ এবং কিংবদন্তি দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়ার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খেলোয়াড়রা। অনুষ্ঠানের টেলি কনফারেন্সে উপস্থিত ছিলেন দাবায় ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ।

tata steel conclave 1 07.03

চেতেশ্বর পুজারা, নবদ্বীপ সিং, রাজ্যের মন্ত্রী সৃজিত বসু, পুলেল্লা গোপীচাঁদ এবং টাটা কর্পোরেট সার্ভিসের সহ-সভাপতি চাণক্য চৌধুরী।

এ দিন রেভ স্পোর্টস-এর তরফে মনু ভাকরকে বর্ষসেরা খেলোয়াড়ের সম্মানে সম্মানিত করা হয় এবং পুলেল্লা গোপীচাঁদকে জীবনকৃতী সম্মানে সম্মানিত করা হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার শুরু হওয়া এই টাটা স্টিল ট্রেইলব্লেজার্স কনক্লেভ ৩.o শুরু হয় চলবে শনিবার ৮ মার্চ পর্যন্ত।

পুলেল্লা গোপীচাঁদ, সাক্ষী মালিক ও দিব্যেন্দু বড়ুয়া।

বৃহস্পতিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী সৃজিত বসু, টাটা স্টিলের কর্পোরেট সার্ভিসের সহ-সভাপতি চাণক্য চৌধুরী-সহ বিভিন্ন গুণী মানুষ। বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক বোরিয়া মজুমদারের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

ছবি: প্রতিবেদক

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version