পি ভি সিন্ধুর সাফল্যকে কাজে লাগিয়ে যখন তেলঙ্গানা সরকার ও সরকারি দলের রাজনীতিবিদরা নিজেদের প্রচার চালানোর পরিকল্পনা করছেন, তখনই সিন্ধুর কোচকে নিয়ে বেফাঁস মন্তব্য করে নিজের সরকারকে অস্বস্তিতে ফেলে দিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী মাহমুদ আলি।
সোমবার হায়দরাবাদের গোচিবঔলি স্টেডিয়ামে সিন্ধুর সংবর্ধনার আগে এক টিভি ইন্টারভিউতে আলি বলেন, “আমরা সিন্ধুকে যথাযথ কোচিং দেওয়ার পরিকল্পনা করছি, যাতে ও পরের বার সোনা আনতে পারে।” সিন্ধুর কোচ পুল্লেইলা গোপীচাঁদ প্রাক্তন অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন ও বর্তমানে জাতীয় কোচ। তাঁর নিজের অ্যাকাডেমিতে তিনি বহু খুদে খেলোয়াড়কে তৈরি করেন। তাঁর অ্যাকাডেমি থেকেই তৈরি হয়েছেন সিন্ধু। এ বারের অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে পরাজিত কিদম্বি শ্রীকান্তও তাঁর অ্যাকাডেমির খেলোয়াড়। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী সাইনা নেহওয়ালেরও কোচ ছিলেন গোপীচাঁদ।
আলি বলেছেন, “ওনার (সিন্ধু) বর্তমানও কোচও ভালো, তবে আমরা চাই আরও ভালো প্রশিক্ষণ নিয়ে তিনি সোনা জয় করুন।”
এ দিকে গোপীচাঁদকে ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে তেলঙ্গানা সরকার।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।