নয়াদিল্লি: ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের মনোনয়ন তালিকায় জায়গা না পেয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় শুটার মনু ভাকের। মঙ্গলবার নিজের এক্স (আগের টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করে তিনি এই ঘটনায় তাঁর পক্ষ থেকে কিছু ত্রুটি হয়েছে বলে স্বীকার করেন। পাশাপাশি, তিনি সবাইকে বিষয়টি নিয়ে জল্পনা না করার অনুরোধ জানান।
মনু ভাকের লেখেন, “খেলরত্ন পুরস্কারের মনোনয়ন নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে আমি বলতে চাই, একজন ক্রীড়াবিদ হিসেবে আমার কাজ দেশের জন্য খেলা ও পারফর্ম করা। পুরস্কার ও স্বীকৃতি আমাকে উৎসাহিত করে, তবে এগুলো আমার লক্ষ্য নয়। মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে হয়তো আমার পক্ষ থেকে কিছু ত্রুটি হয়েছে, যা সংশোধন করা হচ্ছে।”
তিনি আরও যোগ করেন, “পুরস্কার থাক বা না থাক, আমি দেশের জন্য আরও পদক জেতার লক্ষ্য নিয়ে অনুপ্রাণিত থাকব। সবাইকে অনুরোধ করছি, দয়া করে বিষয়টি নিয়ে কোনও জল্পনা করবেন না।”
বিতর্কের উৎস
খেলরত্ন পুরস্কারের জন্য মনোনয়ন জমা না দেওয়ার অভিযোগ করেছে ক্রীড়া মন্ত্রক। তবে মনুর বাবা রাম কিশন এই দাবি নাকচ করে জানিয়েছেন, মনোনয়ন জমা দেওয়া হয়েছিল, কিন্তু কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এক সাক্ষাৎকারে রাম কিশন বলেন, “একটি অলিম্পিকে দু’টি পদক জিতেও যদি পুরস্কারের জন্য আবেদন করতে হয়, তবে তার কোনও মানে হয় না। একজন সরকারি আধিকারিক সিদ্ধান্ত নিচ্ছেন এবং কমিটির সদস্যরা নীরব। এটাই কি ক্রীড়াবিদদের উৎসাহ দেওয়ার সঠিক উপায়?”
মনোনয়ন তালিকা
সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ভি রামাসুব্রহ্মণ্যমের নেতৃত্বাধীন ১২ সদস্যের ন্যাশনাল স্পোর্টস ডে কমিটি মনু ভাকেরকে মনোনয়ন তালিকায় অন্তর্ভুক্ত করেনি। মনোনীতদের তালিকায় রয়েছেন ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং প্যারা-অ্যাথলিট প্রবীণ কুমার প্রমুখ।
ক্রীড়ামন্ত্রকের বক্তব্য
ক্রীড়া মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, “চূড়ান্ত তালিকা এখনও তৈরি হয়নি। আমরা তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়ায় আছি। মন্ত্রীর অনুমোদনের পরই চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। বুধবার কমিটির সঙ্গে মন্ত্রীর একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে”।