Homeখেলাধুলোখেলরত্ন পুরস্কার মনোনয়ন নিয়ে বিতর্ক, মনু ভাকেরের প্রথম প্রতিক্রিয়া

খেলরত্ন পুরস্কার মনোনয়ন নিয়ে বিতর্ক, মনু ভাকেরের প্রথম প্রতিক্রিয়া

প্রকাশিত

নয়াদিল্লি: ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের মনোনয়ন তালিকায় জায়গা না পেয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় শুটার মনু ভাকের। মঙ্গলবার নিজের এক্স (আগের টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করে তিনি এই ঘটনায় তাঁর পক্ষ থেকে কিছু ত্রুটি হয়েছে বলে স্বীকার করেন। পাশাপাশি, তিনি সবাইকে বিষয়টি নিয়ে জল্পনা না করার অনুরোধ জানান।

মনু ভাকের লেখেন, “খেলরত্ন পুরস্কারের মনোনয়ন নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে আমি বলতে চাই, একজন ক্রীড়াবিদ হিসেবে আমার কাজ দেশের জন্য খেলা ও পারফর্ম করা। পুরস্কার ও স্বীকৃতি আমাকে উৎসাহিত করে, তবে এগুলো আমার লক্ষ্য নয়। মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে হয়তো আমার পক্ষ থেকে কিছু ত্রুটি হয়েছে, যা সংশোধন করা হচ্ছে।”

তিনি আরও যোগ করেন, “পুরস্কার থাক বা না থাক, আমি দেশের জন্য আরও পদক জেতার লক্ষ্য নিয়ে অনুপ্রাণিত থাকব। সবাইকে অনুরোধ করছি, দয়া করে বিষয়টি নিয়ে কোনও জল্পনা করবেন না।”

বিতর্কের উৎস

খেলরত্ন পুরস্কারের জন্য মনোনয়ন জমা না দেওয়ার অভিযোগ করেছে ক্রীড়া মন্ত্রক। তবে মনুর বাবা রাম কিশন এই দাবি নাকচ করে জানিয়েছেন, মনোনয়ন জমা দেওয়া হয়েছিল, কিন্তু কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এক সাক্ষাৎকারে রাম কিশন বলেন, “একটি অলিম্পিকে দু’টি পদক জিতেও যদি পুরস্কারের জন্য আবেদন করতে হয়, তবে তার কোনও মানে হয় না। একজন সরকারি আধিকারিক সিদ্ধান্ত নিচ্ছেন এবং কমিটির সদস্যরা নীরব। এটাই কি ক্রীড়াবিদদের উৎসাহ দেওয়ার সঠিক উপায়?”

মনোনয়ন তালিকা

সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ভি রামাসুব্রহ্মণ্যমের নেতৃত্বাধীন ১২ সদস্যের ন্যাশনাল স্পোর্টস ডে কমিটি মনু ভাকেরকে মনোনয়ন তালিকায় অন্তর্ভুক্ত করেনি। মনোনীতদের তালিকায় রয়েছেন ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং প্যারা-অ্যাথলিট প্রবীণ কুমার প্রমুখ।

ক্রীড়ামন্ত্রকের বক্তব্য

ক্রীড়া মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, “চূড়ান্ত তালিকা এখনও তৈরি হয়নি। আমরা তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়ায় আছি। মন্ত্রীর অনুমোদনের পরই চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। বুধবার কমিটির সঙ্গে মন্ত্রীর একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে”।

সাম্প্রতিকতম

ভারত-ইংল্যান্ড টি২০: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক বর্মা

ইংল্যান্ড: ১৬৫-৯ (জোস বাটলার ৪৫, ব্রাইডন কার্স ৩১, অক্ষর পটেল ২-৩২, বরুণ চক্রবর্তী ২-৩৮) ভারত:...

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

নতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার ব্যবসা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের প্রবণতা রয়েছে। বাংলাদেশে ফেনসিডিল ও স্কাফের মতো সিরাপ নিষিদ্ধ হওয়ায়, চোরাকারবারীরা ভারত থেকে এই সিরাপগুলো বাংলাদেশে পাচার করে থাকে।

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ বিদেশি সহায়তা, ছাড় শুধু ইজরাইল ও মিশরকে

নবগঠিত ট্রাম্প প্রশাসন বিদেশি সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইসরাইল ও মিশর ব্যতীত ইউক্রেনসহ অন্যান্য দেশ প্রভাবিত। মার্কো রুবিওর মেমোর মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর।

আরও পড়ুন

আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় বজবজের সুস্মিত নস্করের নজির, দুটি স্বর্ণপদক জয়

উজ্জ্বল বন্দ্যোপাধ্য়ায়: বিশ্ব দরবারে আবারও দক্ষিণ ২৪ পরগনার নাম উজ্জ্বল করল বজবজের সুস্মিত নস্কর।...

অস্ট্রেলীয় ওপেন ২০২৫: ‘বুড়ো’ হাড়ের জোর বোঝালেন জোকোভিচ, চার সেটে আলকারাজকে মাত করে শেষ চারে  

মেলবোর্ন (অস্ট্রেলিয়া): প্রথম সেটের সপ্তম গেমে বাঁ পায়ে সমস্যা দেখা দিল জোকোভিচের। দেখা গেল...

রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

কলকাতা: রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হল শনিবার গীতাঞ্জলি স্টেডিয়ামে। এটি...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে