ইতিহাসে জায়গা করে নিলেন ব্রিটেনের অ্যান্ডি মারে। তিনিই প্রথম টেনিস খেলোয়াড় যিনি টানা দুবার অলিম্পিক সিঙ্গলসে সোনা জিতলেন। রবিবার চার ঘণ্টা ধরে চলা ফাইনালে তিনি হারান আর্জেন্টিনার দেল পোত্রোকে। ফল ৭-৫, ৪-৬. ৬-২, ৭-৫। সোনা জেতার আগেই অবশ্য ইতিহাসে ঢুকে গিয়েছিলেন মারে। তিনিই প্রথম টেনিস খেলোয়াড় যিনি দু’বার অলিম্পিক ফাইনাল খেললেন। লন্ডন অলিম্পিকে রজার ফেডেরারকে হারিয়ে সোনা জিতেছিলেন তিনি। সেবার রুপোও জিতেছিলেন মিক্সড ডাবলসে।
অন্যদিকে দেল পোত্রোর এবারের অলিম্পিক অভিযানও ছিল চমকে ভরা। প্রথম রাউন্ডে বিশ্বের ১ নম্বর নোভাক জকোভিচকে হারান তিনি, সেমিফাইনালে হারান রাফায়েল নাদালকে। ফাইনালে অবশ্য বিশ্বের দু’নম্বরকে হারাতে পারলেন না।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।