খবর অনলাইন: টি-২০তে অঘটন ঘটিয়ে দিল জিম্বাবোয়ে। এক দিনের আন্তর্জাতিকে ভারতের কাছে সিরিজ হারার পর বদলা নিল তারা। শনিবার হারারেতে অনুষ্ঠিত প্রথম টি-২০ ম্যাচে ভারতকে ২ রানে হারিয়ে দিল জিম্বাবোয়ে।
শেষ ওভারে ভারতের দরকার ছিল ৮ রান। ম্যাচ ভারতের দিকে ঢলে। জিম্বাবোয়ের অধিনায়ক ক্রেমার বল তুলে দিলেন মাদজিভার হাতে। স্ট্রাইকে ধোনি। প্রথম বলে ১ রান। স্ট্রাইকে এলেন অক্ষর পটেল। মাদজিভার ওভারপিচ বলটি অক্ষর সোজা তুলে দিলেন লং অফে মাস্কাদজার হাতে। অক্ষর আউট। নামলেন ঋষি ধাওয়ান। দরকার ৪ বলে ৭ রান। পরের বলে ধোনি কোনও রকমে ১ রান নিলেন। ৩ বলে ৬ রান। নতুন ব্যাটসম্যান ঋষি পরের বল মিস করলেন। ২ বলে ৬ রান। মাদজিভার পরের বল ওয়াইড। ২ বলে ৫ রান। পরের ২টি বলে ভারতের ঝুলিতে এল ২ রান। অবশেষে হার ২ রানে। উল্লাসে ফেটে পড়েন জিম্বাবোয়ের খেলোয়াড়রা।
এর আগে জিম্বাবোয়ে নির্ধারিত ২০ ওভারে করে ১৭১ রান। সাত নম্বরে ব্যাট করতে আসা চিগুম্বুরার ২৬ বলে ৫৪ রানের দৌলতে জিম্বাবোয়ে শেষ চার ওভারে ৫৫ রান তুলে ভারতের তাড়া করার জন্য ভদ্রস্থ রান খাড়া করে।
ছবি: সৌজন্যে এপি
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।