খবর অনলাইন: অঘটন উইম্বলডনে। তৃতীয় রাউন্ডেই ছিটকে গেলেন নোভাক জকোভিচ। বিশ্বের এক নম্বর টেনিস তারকা হেরে গেলেন উইম্বলডনে ২৮ নম্বর বাছাই আমেরিকার স্যাম কুয়েরির কাছে। ম্যাচের ফল ৬-৭ (৬-৮), ১-৬, ৬-৩, ৬-৭ (৫-৭)।
শুক্রবার বৃষ্টি হওয়ার দরুন জকোভিচ-কুয়েরির খেলা পরিত্যক্ত হয়। সে সময় দু’ সেটে এগিয়ে ছিলেন কুয়েরি। শনিবার ফের খেলা শুরু হতেই ৬-৩ ফলে তৃতীয় সেট জিতে নেন জকোভিচ। কিন্তু ওই একবারই। তার পরেই খেলা ধরে নেন গত দিনেই উদ্বুদ্ধ হওয়া কুয়েরি। চতুর্থ সেট কুয়েরির কাছে হেরে উইম্বলডন থেকে বিদায় নিলেন গত দু’ বার এবং মোট তিন বারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ।
ছবি: সৌজন্যে দ্য গার্ডিয়ান
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।