খবর অনলাইন: অঘটন ঘটে গেল শতবর্ষের কোপার গ্রুপ ‘সি’তে। ভেনেজুয়েলার কাছে আকস্মিক হেরে কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হল উরুগুয়ে। অন্য দিকে জামাইকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল মেক্সিকো।
ফিলাডেলফিয়ার মাঠে এ দিন আগের ম্যাচের মতোই সুয়ারেজকে ছাড়াই নামতে হয়েছিল উরুগুয়েকে। ৩৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি আসে ভেনেজুয়েলার সালোমোন রোন্দোনের পা থেকে। উরুগুয়ের এদিনসোন কাবানি দু’টো সহজ সুযোগ হাতছাড়া না করলে ম্যাচের ফলাফল অন্য রকম হতেও পারত। এই জয়ের ফলে দু’ ম্যাচে দু’টো জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ভেনেজুয়েলা।
অন্য দিকে ক্যালিফোর্নিয়ার পাসাদেনায় সহজ জয় পেল মেক্সিকো। জামাইকাকে তারা হারাল ২-০ ব্যবধানে। ম্যাচের ১৮ মিনিটে মেক্সিকোর হয়ে প্রথম গোলটি করেন চিচারিতো। ৮১ মিনিটে মেক্সিকোর হয়ে দ্বিতীয় গোল করেন ওরিবে পেরালতা।
ছবি: সৌজন্য নিউজডে.কম
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।