২০০ মিটারেও সোনা জিতলেন বোল্ট, ৮টি সোনা হল অলিম্পিকে

0

জীবনের শেষ একক অলিম্পিক দৌড়েও সোনা জিতলেন জামাইকার উসেইন বোল্ট। ১০০ মিটারের পর, এ নিয়ে পরপর ৩টি অলিম্পিকে ২০০মিটারে সোনা জিতলেন তিনি। এর আগে কোনও অ্যাথলিট পরপর দুটি অলিম্পিকেও ২০০ মিটারে সোনা জিততে পারেননি। বোল্টের বাকি শুধু ৪x১০০ রিলে। তাতে জামাইকা সোনা জিতলে ট্রিপল-ট্রিপল করে অলিম্পিক কেরিয়ার শেষ করতে পারবেন তিনি । তবে সোনা জিতলেও সময় আশানুরূপ হয়নি বোল্টের। গত এক সপ্তাহ ধরে তিনি বলছিলেন, ২০০ মিটারে ২০০৯ সালে করা নিজের বিশ্বরেকর্ড(১৯.১৯ সেকেন্ড) এবার ভাঙতে চান তিনি। শুধু তাই নয়, ১৯ সেকেন্ডের কমে শেষ করতে চান ২০০মিটার। যদিও বিশেষজ্ঞদের ধারণা ছিল ৩ দিন পর ৩০ বছর পূর্ণ করতে চলা বোল্টের পক্ষে তা সম্ভব নয়। তাই হল। যদিও দর্শকদের আশা না মেটালেও, রুপোজয়ী কানাডার অআন্দ্রে ডে গ্রাসের(২০.০২) থেকে অনেক কম সময় নিয়েছেন তিনি। দৌড় শেষের পর বোল্ট বলেন, ‘আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমার শরীর সাড়া দিল না’।

ellena

রিও-তে ১০০ ও ২০০মিটারের স্প্রিন্ট দখলে থাকল জামাইকারই। পুরুষদের দায়িত্ব যেমন বোল্ট নিয়েছিলেন, মহিলা বিভাগে ছিলেন এলেইন থমসন। ১৯৮৮ সালে ফ্লোরেন্স গ্রিফিথ জয়নারের রেকর্ড এখানে স্পর্শ করলেন এলেইন। সোনা জিতলেন ১০০ ও ২০০ মিটার দুটিতেই।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন