কুস্তিগির নরসিং যাদব রিও অলিম্পিকে যেতে পারবেন কি না তা নিয়ে ধন্দ কাটল না শনিবারেও। এ ব্যাপারে ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (নাডা) তাদের রায়দান সোমবার পর্যন্ত স্থগিত রেখেছে।
নরসিংয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে নাডার প্যানেল শনিবার আট ঘণ্টা ধরে টানা বৈঠক করে। নাডার ডিরেক্টর জেনারেল নবীন অগ্রবাল জানান, প্যানেল সোমবার এ নিয়ে তাদের রায় জানাবে। সোমবার বিকেল ৪টের সময় জানা যাবে নরসিংয়ের ভাগ্যে কী ঘটল।
নরসিংয়ের বিষয়টি নিয়ে কেন এত সময় লাগছে জানতে চাওয়া হলে ডিজি বলেন, প্যানেলকে প্রচুর নথিপত্র পরীক্ষা করে দেখতে হয়েছে। যুক্তি ও পালটা যুক্তির পালাও চলেছে দীর্ঘ ক্ষণ ধরে। আমরা আশা করি ন্যায়বিচার করা হবে।
নাডা প্যানেলে দু’ দিন ধরে যে শুনানি চলল, তাতে নরসিংয়ের আইনজীবীরা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, নরসিংয়ের ডোপ পরীক্ষা ইতিবাচক হওয়ার ব্যাপারটা ষড়যন্ত্র। কিন্তু নাডার লিগ্যাল টিম নানা যুক্তি দিয়ে এই ষড়যন্ত্র তত্ত্ব খারিজ করে দিয়েছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।