প্যারিস অলিম্পিক্সে বড়ো ধাক্কা খেলেন ভারতের কুস্তিগির বিনেশ ফোগত। মহিলাদের ৫০ কেজি কুস্তি বিভাগের ফাইনালে ওঠার পরেও অতিরিক্ত ওজনের কারণে তাকে ফাইনালে নামতে দেওয়া হবে না। বুধবার সকালে ওজন মাপার সময় দেখা যায় যে বিনেশের ওজন ১০০ গ্রাম বেশি। এই কারণে বিনেশকে ফাইনালে নামার অনুমতি দেওয়া হয়নি।
ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, “অত্যন্ত দুঃখের সঙ্গে ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে, কুস্তিতে মহিলাদের ৫০ কেজির ফাইনাল থেকে বিনেশ ফোগত বাতিল হয়ে গিয়েছেন। ভারতীয় দলের পক্ষ থেকে সারা রাত ধরে চেষ্টা করা হয়েছিল বাড়তি ওজন কমানোর। কিন্তু আজ সকালে ৫০ কেজির থেকে কিছু গ্রাম বেশি ওজন হয়েছে ওর। এখনই ভারতীয় দলের পক্ষ থেকে এর বেশি কিছু জানানো হবে না।”
কুস্তিতে ৫০ কেজি বিভাগ বিনেশের ইভেন্ট নয়। তার আসল ইভেন্ট ৫৩ কেজি বিভাগ। দিল্লির রাস্তায় আন্দোলনে শামিল হওয়ায় ৫৩ কেজির ট্রায়ালে যেতেই পারেননি বিনেশ। তার বদলে অলিম্পিক্সের ৫৩ কেজি বিভাগে যোগ্যতা অর্জন করেন অন্তিম পঙ্ঘল, যিনি বুধবার অলিম্পিক্সে অংশগ্রহণ করবেন। বিনেশকে তার পর বলা হয়েছিল, তিনি যদি ট্রায়ালে পঙ্ঘলকে হারাতে পারেন, তাহলে তাঁকে পছন্দের ৫৩ কেজিতে নামতে দেওয়া হবে। কিন্তু কুস্তি থেকে দূরে থাকার কারণে বিনেশ সেই ট্রায়ালে হেরে যান। শেষ পর্যন্ত তাঁকে বেছে নিতে হয়েছিল ৫০ কেজি বিভাগ।
এবারও প্রথম থেকে তাঁকে পছন্দের ৫৩ কেজি বিভাগে অংশগ্রহণে বাধা দিয়েছিলেন ফেডারেশন কর্তাদের একাংশ। তবু দমে যাননি বিনেশ। নিজেকে প্রস্তুত করেছিলেন ৫০ কেজি বিভাগের জন্য। শরীরের ওজন ৩ কিলোগ্রাম কমাতে হয়েছে সক্ষমতা অটুট রেখে। সে জন্য বদলাতে হয়েছে খাদ্যাভ্যাস।
আন্দোলনের জন্য দীর্ঘ দিন অনুশীলনের মধ্যে ছিলেন না বিনেশ। খেলোয়াড়দের জীবনের অনুশাসনের মধ্যে রাখতে পারেননি নিজেকে। সেই খামতিও মেটাতে হয়েছে বাড়তি অনুশীলন করে।
মঙ্গলবার ফাইনালে ওঠার পথে গতবারের সোনাজয়ী ইউয়ি সুসাকিকে প্রি-কোয়ার্টার ফাইনালে হারিয়েছিলেন বিনেশ। পরের ম্যাচে ইউক্রেনের ওকসানা লিভাচকে ৭-৫ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন তিনি। সেমিফাইনালে কিউবার গুজমান লোপেজকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন বিনেশ।
এই খবর শোনার পরই অসুস্থ হয়ে পড়েন বিনেশ। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। শরীরে জলশূন্যতার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বিনেশ ফোগতের বাবার প্রতিক্রিয়া
#WATCH | On Indian wrestler Vinesh Phogat's disqualification from #ParisOlympics2024, her uncle Mahavir Phogat says, "I have nothing to say. The entire country has expected Gold… Rules are there but if a wrestler is 50-100 grams overweight they are usually allowed to play. I… pic.twitter.com/h7vfnJ8ZuH
— ANI (@ANI) August 7, 2024
সাংসদ হেমা মালিনীর প্রতিক্রিয়া
VIDEO | "It is very surprising, and it feels strange that she was disqualified for being 100 gm overweight. It is important to keep the weight in check. It is a lesson for all of us. I wish she should lose that 100 gm quickly but she would not get an opportunity," says BJP leader… pic.twitter.com/9vFyl91Dll
— Press Trust of India (@PTI_News) August 7, 2024
রুপো কি পাবেন বিনেশ?
ওজন বেশি বলে ৫০ কেজি বিভাগের ফাইনালে খেলতে পারবেন না বিনেশ ফোগত। নিয়ম অনুযায়ী তিনি রুপোও পাবেন না। তাঁকে প্রতিযোগিতা থেকেই বাদ দিয়ে দেওয়া হল। নিয়ম অনুযায়ী মহিলাদের ৫০ কেজি বিভাগে কেউ রুপো পাবেন না।
কুস্তিতে রৌপ্যপদক নিশ্চিত করলেন বিনেশ ফোগত, হকিতে ভারত ব্রোঞ্জের জন্য লড়বে স্পেনের বিরুদ্ধে