Homeখেলাধুলোপ্যারিস অলিম্পিক্স ২০২৪: বড়ো অঘটন ঘটিয়ে এবং ইতিহাস সৃষ্টি করে কুস্তিতে সেমিফাইনালে...

প্যারিস অলিম্পিক্স ২০২৪: বড়ো অঘটন ঘটিয়ে এবং ইতিহাস সৃষ্টি করে কুস্তিতে সেমিফাইনালে বিনেশ ফোগত

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: অঘটন আজও ঘটে বটে, কিন্তু এরকম অঘটন ক’টা ঘটে জানা নেই, যে অঘটন কুস্তিতে ঘটালেন বিনেশ ফোগত। এত বড়ো অঘটন এবারের প্যারিস অলিম্পিক্সে কোনো গেমে এখনও ঘটেনি। তার পাশাপাশি ইতিহাসও সৃষ্টি করলেন তিনি। এই প্রথম কোনো ভারতীয় মহিলা কুস্তিগির অলিম্পিকে সেমিফাইনালে উঠলেন।

মেয়েদের ৫০ কেজি বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে বিনেশ হারালেন ১নং বাছাই জাপানের ইউয়ি সুসাকিকে। টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন এই সুসাকি। শুধু তা-ই নয়, চার বারের বিশ্বচ্যাম্পিয়ন সুসাকি – ২০১৭, ২০১৮, ২০২২ এবং ২০২৩। ২০১৫ থেকে মাত্র ৩টি বাউটে তিনি হেরেছেন এবং সেটা জাপানি প্রতিযোগীর কাছে। এর আগে কোনো অ-জাপানি প্রতিযোগীর কাছে ইউয়ি সুসাকি পরাজিত হননি। এবারই প্রথম এই ঘটনা ঘটল। ভারতীয় প্রতিযোগী বিনেশ ফোগতের কাছে তিনি ২-৩ স্কোরে হারলেন।      

সুসাকিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন বিনেশ ফোগত এবং সেখানে হারালেন ইউক্রেনের ওকসানা লিভাচকে ৭-৫ স্কোরে। সেমিফাইনালে বিনেশ মুখোমুখি হবেন কিউবার ইউসনেইলিস গুজমানের।  

paris ind vinesh 2 06.08

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইউয়ি সুসাকিকে হারালেন বিনেশ। ছবি India at Paris 2024 Olympics ‘X’ থেকে নেওয়া।

বিনেশ-সুসাকি লড়াই

প্রথম রাউন্ডে ১-০ স্কোরে এগিয়ে যান সুসাকি। পরের রাউন্ডের ফলও সুসাকির পক্ষে। স্কোর দাঁড়ায় ২-০। ঠিক যখন মনে হচ্ছিল সহজেই কোয়ার্টার ফাইনালে চলে যাবেন সুসাকি, ঠিক তখনই প্রত্যাঘাত বিনেশের। পর পর ২টি রাউন্ড জিতে স্কোর নিয়ে যান ২-২-এ।

এর পর ফাইনাল রাউন্ড। এই রাউন্ডও বিনেশের পক্ষে যায়। কিন্তু এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন সুসাকি। বিচারকরা পুনর্বিবেচনা করে তাঁর বিরুদ্ধেই রায় দেন। ইতিহাস সৃষ্টি করে বিনেশ চলে যান কোয়ার্টার ফাইনালে।

বিনেশ গেলেন সেমিফাইনালে

কোয়ার্টার ফাইনালে বিনেশ মুখোমুখি হন ২০১৮-এর বিশ্ব চ্যাম্পিয়নশিপসে ব্রোঞ্জ পদকপ্রাপ্ত ইউক্রেনের ওকসানা লিভাচের। প্রথমে বিনেশ ২-০ স্কোরে এগিয়ে যান। একটু বিরতি দিয়ে আবার বাউট শুরু হলে লিভাচের পা ধরে ফেলেন বিনেশ। ফলে তিনি এগিয়ে যান ৪-০ স্কোরে।

এর পর ম্যাচে ফেরেন লিভাচ। লড়াই চালিয়ে যেতে থাকেন বিনেশও। শেষ পর্যন্ত স্কোর দাঁড়ায় বিনেশের পক্ষে ৫-৪। একটা সময় লিভাচকে ফেলে দিয়ে বিনেশ স্কোর করেন ৭-৪। এর পর পালটা দেন লিভাচ। স্কোর নিয়ে যান তাঁর পক্ষে ৫-৭-এ। কিন্তু আর কিছু করার ছিল না লিভাচের। শেষ পর্যন্ত ৭-৫ স্কোরে ওকসানা লিভাচকে হারিয়ে বিনেশ ফোগত পৌঁছে যান সেমি-ফাইনালে।             

সাম্প্রতিকতম

সুভাষচন্দ্র বসু জন্মজয়ন্তী ২০২৫: ইতিহাস এবং তাৎপর্য

প্রতিবছর ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মজয়ন্তী উদযাপিত হয়। ২০২৫ সালে, এই দিনটি বৃহস্পতিবার...

বাঘাযতীনে হেলে পড়ল ফ্ল্যাটবাড়ি, কোনও বাসিন্দা না থাকায় এড়ানো গিয়েছে দুর্ঘটনা

দক্ষিণ কলকাতার বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে চারতলা ফ্ল্যাটবাড়ি হেলে পড়ার ঘটনায় আতঙ্ক। তবে বাসিন্দারা আগেই সরিয়ে নেওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। প্রশাসন তদন্তে নেমেছে।

মালদহে ফের তৃণমূল নেতার উপর হামলা, এক কর্মীর মৃত্যু, অঞ্চল সভাপতির অবস্থা আশঙ্কাজনক

মালদহের কালিয়াচকে তৃণমূল নেতার উপর গুলি চালানোর ঘটনা। এক কর্মীর মৃত্যু, অঞ্চল সভাপতির অবস্থা আশঙ্কাজনক। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ।

লস অ্যাঞ্জেলেস দাবানল: তীব্র হাওয়ার কারণে আরও ছড়াতে পারে আগুন, সতর্কতা আবহাওয়া দফতরের

লস অ্যাঞ্জেলেসের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪। ৪০,০০০ একর এলাকা পুড়ে ছাই। ৭০ মাইল প্রতি ঘণ্টার ঝোড়ো হাওয়া পরিস্থিতি আরও খারাপ করার আশঙ্কা।

আরও পড়ুন

তিরন্দাজিতে ভারতের নতুন দল ঘোষণা, কামব্যাক অতনু দাসের

প্যারিস অলিম্পিক মিস করার পর পুনরায় ভারতীয় রিকার্ভ আর্চারি দলে ফিরলেন অতনু দাস। প্রকাশিত হলো নতুন রিকার্ভ ও কম্পাউন্ড দলের নাম।

২৮ বছরে এই প্রথম, মাত্র ১৬ বছর বয়সে জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়ন হলেন বাংলার ঋষিকা

খবর অনলাইন ডেস্ক: ১৬ বছরের ঋষিকা ব্যানার্জি ইতিহাস গড়লেন। ২০২৫-এ জাতীয় ফুল কনট্যাক্ট ক্যারাটে...

খেলরত্ন পুরস্কার মনোনয়ন নিয়ে বিতর্ক, মনু ভাকেরের প্রথম প্রতিক্রিয়া

নয়াদিল্লি: ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের মনোনয়ন তালিকায় জায়গা না পেয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় শুটার মনু...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে