খবর অনলাইন ডেস্ক: অঘটন আজও ঘটে বটে, কিন্তু এরকম অঘটন ক’টা ঘটে জানা নেই, যে অঘটন কুস্তিতে ঘটালেন বিনেশ ফোগত। এত বড়ো অঘটন এবারের প্যারিস অলিম্পিক্সে কোনো গেমে এখনও ঘটেনি। তার পাশাপাশি ইতিহাসও সৃষ্টি করলেন তিনি। এই প্রথম কোনো ভারতীয় মহিলা কুস্তিগির অলিম্পিকে সেমিফাইনালে উঠলেন।
মেয়েদের ৫০ কেজি বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে বিনেশ হারালেন ১নং বাছাই জাপানের ইউয়ি সুসাকিকে। টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন এই সুসাকি। শুধু তা-ই নয়, চার বারের বিশ্বচ্যাম্পিয়ন সুসাকি – ২০১৭, ২০১৮, ২০২২ এবং ২০২৩। ২০১৫ থেকে মাত্র ৩টি বাউটে তিনি হেরেছেন এবং সেটা জাপানি প্রতিযোগীর কাছে। এর আগে কোনো অ-জাপানি প্রতিযোগীর কাছে ইউয়ি সুসাকি পরাজিত হননি। এবারই প্রথম এই ঘটনা ঘটল। ভারতীয় প্রতিযোগী বিনেশ ফোগতের কাছে তিনি ২-৩ স্কোরে হারলেন।
সুসাকিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন বিনেশ ফোগত এবং সেখানে হারালেন ইউক্রেনের ওকসানা লিভাচকে ৭-৫ স্কোরে। সেমিফাইনালে বিনেশ মুখোমুখি হবেন কিউবার ইউসনেইলিস গুজমানের।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইউয়ি সুসাকিকে হারালেন বিনেশ। ছবি India at Paris 2024 Olympics ‘X’ থেকে নেওয়া।
বিনেশ-সুসাকি লড়াই
প্রথম রাউন্ডে ১-০ স্কোরে এগিয়ে যান সুসাকি। পরের রাউন্ডের ফলও সুসাকির পক্ষে। স্কোর দাঁড়ায় ২-০। ঠিক যখন মনে হচ্ছিল সহজেই কোয়ার্টার ফাইনালে চলে যাবেন সুসাকি, ঠিক তখনই প্রত্যাঘাত বিনেশের। পর পর ২টি রাউন্ড জিতে স্কোর নিয়ে যান ২-২-এ।
এর পর ফাইনাল রাউন্ড। এই রাউন্ডও বিনেশের পক্ষে যায়। কিন্তু এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন সুসাকি। বিচারকরা পুনর্বিবেচনা করে তাঁর বিরুদ্ধেই রায় দেন। ইতিহাস সৃষ্টি করে বিনেশ চলে যান কোয়ার্টার ফাইনালে।
বিনেশ গেলেন সেমিফাইনালে
কোয়ার্টার ফাইনালে বিনেশ মুখোমুখি হন ২০১৮-এর বিশ্ব চ্যাম্পিয়নশিপসে ব্রোঞ্জ পদকপ্রাপ্ত ইউক্রেনের ওকসানা লিভাচের। প্রথমে বিনেশ ২-০ স্কোরে এগিয়ে যান। একটু বিরতি দিয়ে আবার বাউট শুরু হলে লিভাচের পা ধরে ফেলেন বিনেশ। ফলে তিনি এগিয়ে যান ৪-০ স্কোরে।
এর পর ম্যাচে ফেরেন লিভাচ। লড়াই চালিয়ে যেতে থাকেন বিনেশও। শেষ পর্যন্ত স্কোর দাঁড়ায় বিনেশের পক্ষে ৫-৪। একটা সময় লিভাচকে ফেলে দিয়ে বিনেশ স্কোর করেন ৭-৪। এর পর পালটা দেন লিভাচ। স্কোর নিয়ে যান তাঁর পক্ষে ৫-৭-এ। কিন্তু আর কিছু করার ছিল না লিভাচের। শেষ পর্যন্ত ৭-৫ স্কোরে ওকসানা লিভাচকে হারিয়ে বিনেশ ফোগত পৌঁছে যান সেমি-ফাইনালে।