Homeখেলাধুলোপ্যারিস অলিম্পিক্স ২০২৪: কুস্তিতে রৌপ্যপদক নিশ্চিত করলেন বিনেশ ফোগত, হকিতে ভারত ব্রোঞ্জের...

প্যারিস অলিম্পিক্স ২০২৪: কুস্তিতে রৌপ্যপদক নিশ্চিত করলেন বিনেশ ফোগত, হকিতে ভারত ব্রোঞ্জের জন্য লড়বে স্পেনের বিরুদ্ধে

প্রকাশিত

খবরঅনলাইন ডেস্ক: প্যারিস অলিম্পিক্সের একাদশতম দিন ভারতের কাছে বড়ো সুখবর নিয়ে এল। সোনা না হোক, অন্ততপক্ষে রৌপ্যপদক নিশ্চিত করলেন বিনেশ ফোগত। মেয়েদের ৫০ কেজি বিভাগে কিউবার ইউসনেইলিস গুজমানকে হেলায় হারালেন বিনেশ। ফল বিনেশের পক্ষে ৫-০। এই প্রথম কোনো ভারতীয় মহিলা কুস্তিগির অলিম্পিকে ফাইনালে উঠলেন। ফাইনালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সারা হাইল্ডব্র্যান্ডটের মুখোমুখি হবেন।

ইতিমধ্যে জ্যাভেলিন থ্রো টোকিও অলিম্পিক্সের ফলের পুনরাবৃত্তি করার আশা জাগিয়েছেন নীরজ চোপরা। তিনি ৮৯.৩৪ মিটার দূরে বর্শা ছুড়ে ফাইনাল রাউন্ডে জায়গা করে নিয়েছেন।

তবে পুরুষদের হকিতে এখন ভারতকে লড়তে হবে ব্রোঞ্জের জন্য। মঙ্গলবার সেমিফাইনালে জার্মানির কাছে ভারতীয় দল ২-৩ গোলে হেরে গেল। ব্রোঞ্জপদকের জন্য তারা লড়বে স্পেনের বিরুদ্ধে।

সারা দিন ধরে বিনেশ এগিয়েই গেলেন

মেয়েদের কুস্তির ৫০ কেজি বিভাগে আজ তিন রাউন্ডের খেলা হল। আর ৩টি খেলাতে জিতেই প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনালে পৌঁছে গেলেন বিনেশ ফোগত। প্রি-কোয়ার্টার ফাইনালে ঘটালেন অঘটন। হারালেন বিশ্বের ১নং বাছাই টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী জাপানের ইউয়ি সুসাকিকে। ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত চার বারের বিশ্বচ্যাম্পিয়ন সুসাকিকে ৩-২ স্কোরে হারালেন বিনেশ।

কোয়ার্টার ফাইনালে বিনেশ মুখোমুখি হলেন ইউক্রেনের ওকসানা লিভাচের এবং তাঁকে হারালেন ৭-৫ স্কোরে। এর পর সেমিফাইনাল। কিউবার ইউসনেইলিস গুজমান সেমিফাইনালে বিনেশের কাছে ৫-০ স্কোরে হেরে বিদায় নিলেন। বিনেশ পৌঁছে গেলেন ফাইনালে। সকলেরই আশা, যেভাবে লড়াই করছেন বিনেশ, তাতে মনে হচ্ছে তিনি সোনাই জিতবেন। না হলে রুপো তো আছেই।

অলিম্পিক্সের আসরে বিনেশের প্রথম আবির্ভাব ২০১৬-য়, রিও অলিম্পিক্সে। সেবার হাঁটুর আঘাত নিয়ে তিনি লড়ে যান। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে বিদায় নেন। এর পর ২০২০ (২০২১) টোকিও অলিম্পিক্সে মেয়েদের ৫৩ কেজি বিভাগে যোগ দিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছোন। এবার তিনি তাঁর ইচ্ছাপূরণের পথে।

২০২৩-এর জানুয়ারি এবং এপ্রিলে ভারতের কুস্তি ফেডারেশনের (ডব্লিউএফআই) প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে পথে নেমেছিলেন বিনেশ। তাঁদের অভিযোগ ছিল, মহিলা খেলোয়াড়দের বছরের পর বছর ধরে যৌন নির্যাতন করে চলেছেন ব্রিজ ভূষণ। এ ব্যাপারে তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে অভিযোগ দায়ের করেন। জানা যায়, এই ঘটনার পর মানসিকভাবে বিনেশকে হয়রানি করা হয়েছিল, তাঁর ওপর অত্যাচার করা হয়েছিল এবং তাঁকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ২০২৩-এর ডিসেম্বরে ডব্লিউএফআই ভেঙে দেয়। এবং বিনেশও মানসিকভাবে চাপমুক্ত হন।

এবার ব্রোঞ্জের জন্য লড়বে ভারত

প্যারিস অলিম্পিক্সে ভারতীয় হকিদলের পারফরমেন্স বেশ ভালোই চলছিল। পদক জয়ের আশা জাগিয়েই এবার তারা তাদের অভিযান শুরু করেছিল। কিন্তু সেমিফাইনালে এসে হোঁচট খেল হরমনপ্রীতের দল। হেরে গেল ২-৩ গোলে। এবার তাদের ব্রোঞ্জপদকের লড়তে হবে স্পেনের বিরুদ্ধে।

ম্যাচের প্রথম কোয়ার্টারে ৭ মিনিটের মধ্যে হরমনপ্রীতের এগিয়ে যায় ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারের ২৩ ও ২৭ মিনিটে গোল করে ২-১ স্কোরে এগিয়ে যায় জার্মানি। পেনাল্টি কর্নার থেকে গোল করেন গোনজালো পাইলাত এবং পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন খ্রিস্টোফার রুয়ের। বিরতিতে জার্মানি ২-১ গোলে এগিয়ে থাকে,

বিরতির পর দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। ভারত আপ্রাণ চেষ্টা করতে থাকে সমতা ফেরানোর জন্য। তার ফলও পেয়ে যায় তারা ম্যাচের ৩৬ মিনিটে। পেনাল্টি কর্নার থেকে গোল করেন সুখজিৎ সিং। ফল দাঁড়ায় ২-২।

দু’ পক্ষ সমানে লড়তে থাকে এগিয়ে যাওয়ার জন্য। ইতিমধ্যে ভারতের গোলকিপার শ্রীজেশ দুর্দান্ত সেভও করেন। কিন্তু ভাগ্য খারাপ ভারতের। ম্যাচ শেষ হওয়ার মিনিটতিনেক আগে জয়সূচক গোলটি করে জার্মানি। হাতে ছিল ২০০ সেকেন্ড সময়। তার মধ্যে বিশেষ কিছু করতে পারেনি ভারত। ৩-২ গোলে জার্মানি জিতে চলে গেল ফাইনালে।

ব্রোঞ্জ পদকের অন্য ভারত লড়বে স্পেনের বিরুদ্ধে। মঙ্গলবার পুরুষদের হকির অন্য সেমিফাইনালের খেলায় নেদারল্যান্ডস ৪-০ গোলে হারায় স্পেনকে।

আরও পড়ুন

প্যারিস অলিম্পিক্স ২০২৪: বড়ো অঘটন ঘটিয়ে এবং ইতিহাস সৃষ্টি করে কুস্তিতে সেমিফাইনালে বিনেশ ফোগত

সাম্প্রতিকতম

কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম্প: কী বলছে রয়টার্স/আইপিএসওএস-এর ভোট   

ওয়াশিংটন: মুখোমুখি বিতর্কসভায় (প্রেসিডেন্সিয়াল ডিবেট) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দেওয়ার পর রয়টার্স/আইপিএসওএস-এর ভোটেও...

আইএসএল: এবারে রয়েছে মহমেডান স্পোর্টিংও, প্রতিযোগিতা শুরু শুক্রবার

খবর অনলাইন ডেস্ক: এবারের আইএসএল-এ (ইন্ডিয়ান সুপার লিগ) প্রতিযোগী দলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। কলকাতা...

ভেস্তে গেল বৈঠক, পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে নবান্ন ছাড়লেন মমতা

জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তৃতীয় বারের মতো বৈঠক ভেস্তে যাওয়ায় পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের দাবি ও সরকারের অবস্থানের মধ্যে মতবিরোধের জেরে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে।

মাত্র ৪৫ মিনিটের ডিএনএ পরীক্ষাই চিহ্নিত করবে যৌননির্যাতন হয়েছে কিনা, নয়া ফরেনসিক প্রযুক্তির উদ্ভাবন

এখন যে কোনো ফৌজদারি অপরাধের তদন্তে গোয়েন্দাদের মগজাস্ত্রের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে...

আরও পড়ুন

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: ২৯টি পদক জিতে ইতিহাস গড়ল ভারত, শেষ ২টি সোনা আনলেন নবদীপ, প্রবীণ  

প্যারিস: ইতিহাস সৃষ্টি করল ভারত। আজ পর্যন্ত গেমসের কোনো আন্তর্জাতিক আসর থেকে এত পদক...

মঙ্গলবার থেকে কলকাতার স্যাটারডে ক্লাবে শুরু হচ্ছে জাতীয় স্তরের খেলোয়াড়দের নিয়ে স্নুকার লিগ

কলকাতা: আগামী মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হতে চলেছে প্রো এম (Pro Am) এবং বেঙ্গল...

সিএবি টুর্নামেন্টে কালীঘাটে খেলার জন্য সই করলেন মনোজ, ঋদ্ধিমান, অনুষ্টুপ

বাংলার এই তিন সিনিয়র ক্রিকেটার তাঁদের ক্রিকেটজীবন শুরু করেন কাস্টমস ক্লাবে। তারপর তিনজনেই চলে আসেন কালীঘাটে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?