টোকিও প্যারালিম্পিক ২০২০: ব্রোঞ্জ হারালেন ভারতের বিনোদ কুমার

0

খবরঅনলাইন ডেস্ক: আশঙ্কাই সত্যি হল। টোকিও প্যারালিম্পিকে ডিসকার থ্রো-এর এফ-৫২ বিভাগে যে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের বিনোদ কুমার, সেটা তাঁর থেকে কেড়ে নেওয়া হল। প্যারালিম্পিক কমিটির পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে এমনটা জানিয়ে দেওয়া হয়েছে।

রবিবার ডিসকাস থ্রোয়ের এফ-৫২ বিভাগে পঞ্চম চেষ্টায় ১৯.৯১ মিটার ছোড়েন ৪১ বছর বয়সি এই ভারতীয় অ্যাথলিট। সঙ্গে গড়েন এশিয়ান রেকর্ড। সেই থ্রোয়ের সুবাদে প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতে নেন বিনোদ।

যদিও কিছুক্ষণ পর প্যারালিম্পিক্সের আয়োজকদের তরফে জানানো হয়, পুরুষদের ডিসকাস থ্রোয়ের এফ-৫২ বিভাগের ফলাফল নিয়ে আপাতত পর্যালোচনা চলছে। সে কারণে পদক বিতরণী অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়।

প্যারালিম্পিক আয়োজকদের তরফে কোনো খেলোয়াড়ের নাম প্রকাশ না করা হলেও ভারতীয় শিবির সূত্রে খবর, বিনোদকে যে বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কোনো প্রতিপক্ষ এই বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ করায় ব্যাপারটা ঝুলে ছিল।

এই ফলাফলের কারণ ভারত যে হতাশ হবে তা বলার অপেক্ষা রাখে না। সোমবার প্যারালিম্পিক গেমসে ভারতের সোনার দিন চলছে। একই দিনে একটি সোনা-সহ মোট চারটে পদক জিতেছে ভারত। কিন্তু এরই মধ্যে বিনোদের খবরটা হতাশাও এনে দিয়েছে। ফলে ভারতের এখন পদক সংখ্যা ৬।

আরও পড়তে পারেন

টোকিও প্যারালিম্পিক ২০২০: আরও দুটি পদক, জ্যাভলিনে রুপো ও ব্রোঞ্জ ভারতের

বিজ্ঞাপন