খবর অনলাইন: সকাল দেখেই দিন কেমন যাবে বোধহয় সব সময় আন্দাজ করা যায় না। নইলে যে বেলজিয়াম শুরুতে পরের পর আক্রমণ করে ওয়েলস ডিফেন্সকে ফালাফালা করে দিচ্ছিল, শেষে তারাই কিনা ছিটকে গেল। ১৩ মিনিটে গোল খেয়েও দুর্দান্ত কামব্যাক ঘটাল ওয়েলস। বেলজিয়ামকে ৩-১-এ উড়িয়ে চলে গেল সেমিফাইনালে। ওয়েলস আর ইউরো ফাইনালের মধ্যে এখন শুধু একটাই বাধা, পর্তুগাল।
শুরুতে অবশ্য বিশ্বমানের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। রাদজা নেইনগোলানের ৩০ গজ দূর থেকে নেওয়া ফ্রি-কিক ওয়েলস জালে ঢুকে যায়। প্রথমেই গোল করে সম্ভবত অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যায় বেলজিয়াম। নিজেদের ডিফেন্সের দিকে বেশি নজর দেয়নি তাঁরা। এই দুর্বল বেলজিয়াম ডিফেন্সকে কাজে লাগিয়ে ৩০ মিনিটেই সমতা ফেরায় ওয়েলস। রামসের কর্নার থেকে গোল করেন অধিনায়ক অ্যাশলে উইলিয়ামস। দ্বিতীয়ার্ধ শুরুর দশ মিনিটের মাথায় ব্যবধান বাড়ায় ওয়েলস। এ বারও গোলের পেছনে মূল অবদান রামসেরই। তাঁর বাড়ানো বলে গোল করেন রবসন-কানু, যিনি প্রথমার্ধে সহজ সুযোগ নষ্ট করেছিলেন। বেলজিয়ামের কফিনে শেষ পেরেকটি পোঁতেন স্যাম ভোক্স। ৮৫ মিনিটে হেড থেকে ওয়েলসের হয়ে তৃতীয় গোলটি করেন ভোক্স।
এই জয়ের ফলে আগামী বুধবার, ৬ জুলাই (ভারতীয় সময়ে) ইউরোর প্রথম সেমি ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল আর ওয়েলস।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।