olympic

ওয়েবডেস্ক: ইতিহাস রচলেন জেরেমি লালরিননুঙ্গা। ১৫ বছর বয়সি ভারতের এই ভারোত্তোলক প্রথম ভারতীয় হিসাবে যুব অলিম্পিক্সের ইতিহাসে সোনা জিতলেন। পুরুষদের ৬২ কেজি বিভাগে এই কৃতিত্ব তাঁর।

আর্জেন্তিনায় অনুষ্ঠিত ২০১৮ যুব অলিম্পিক্সে আইজলের এই ছেলেটি মোট ওজন তুলেছে ২৭৪ কেজি। (১২৪+১৫০)।

আরও পড়ুন: দল থেকে বাদ পড়ার পর এবার কি শাস্তি নায়ার ও বিজয়ের?

শুধু তা-ই নয়, গত বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব যুব ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপেও রুপো জিতেছিলেন তিনি।

চলতি বছরের এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো (যুব) এবং ব্রোঞ্জ (জুনিয়র) জিতেছেন তিনি।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন