gayle

কিংস্টন: দেড় বছর পর আবার ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে দেখা যাবে ক্রিস গেলকে। ভারতের বিরুদ্ধে একমাত্র টি-২০ ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন এই বিগ হিটার।

গত বছর টি-২০ বিশ্বকাপের ফাইনালে শেষ বার ওয়েস্ট ইন্ডিজের হয়ে নেমেছিলেন গেল। ম্যাচে তিনি রান না পেলেও জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এর পর থেকেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে দলের বাইরে চলে যান তিনি। তবে দলের বাইরে চলে গেলেও বিশ্বব্যাপী বিভিন্ন টি-২০ টুর্নামেন্ট খেলে নিজের ফিটনেস বজায় রেখেছেন। তবে সম্প্রতি শেষ হওয়া আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সে ভাবে রান পাননি তিনি।

ওয়েস্ট ইন্ডিজের সফলতম টি-২০ প্লেয়ার গেল। দেশের জার্সিতে ৩৫.৩২ গড়ে করেছেন ১৫১৯ রান। গেলকে জাতীয় দলে ফিরিয়ে এনে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোর্টনি ব্রাউন বলেন, ‘‘টি-২০ দলে ক্রিসকে স্বাগত। এই ফর্ম্যাটে ও সেরা ব্যাটসম্যান। ওঁর উপস্থিতি দলের মধ্যে বাড়তি শক্তি জোগাবে।” ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একমাত্র টি-২০ ম্যাচটি হবে আগামী রবিবার।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here