kurashfinal

ওয়েবডেস্ক: এখনও পর্যন্ত চলতি এশিয়াডে ভারতের পারফরমেন্স যথেষ্ট ভাল। যত সময় যাচ্ছে টুর্নামেন্টে নিজেদের মেলে ধরছেন ভারতীয় ক্রীড়াবিদরা। ফলে পদক তালিকায় এই মুহূর্তে অষ্টমে ভারত। তবে এবারের টুর্নামেন্টে সবথেকে আকর্ষণীয় বিষয় হল, এমন অনেক বিভাগ থেকে ভারতের পদক এসেছে যা ভাবনার মধ্যে ছিল না। যার মধ্যে অন্যতম ‘কুরাশ’। অনেকেই হয়তো জানেন না এটা আসলে কী ধরনের খেলা।

আরও পড়ুন: ইপিএলের এই তারকা এখন নতুন টার্গেট রেয়াল মাদ্রিদের

কুরাশ একধরনের কুস্তি। যা খুবই প্রচলিত মধ্য এশিয়াতে। বিপক্ষ খেলোয়াড়ের কোমরের অংশে একটি তোয়ালে জড়িয়ে তাঁকে মাঠের বাইরে বার করে দিতে পারলেই মিলবে জয়ীর খেতাব।

কুরাশ, ছবি সৌজন্য: নিউজ ড‌‌ট সিএন

এবারই প্রথম এশিয়াডে আত্মপ্রকাশ করল কুরাশ। এই বিভাগে ভারতের হয়ে রুপো এবং ব্রোঞ্জ জিতেছেন পিঙ্কি বালহারা এবং মলপ্রভা ইয়ালাপ্পা যাদব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন