ওয়েবডেস্ক: টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করলেন শ্যুটার সৌরভ চৌধুরী। দিল্লির ড. কর্নি সিং শ্যুটিং রেঞ্জে অনুষ্ঠিত আইএসএসএফ (ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্ট ফেডারেশন) বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন সৌরভ।
সৌরভের সংগ্রহ ২৪৫ পয়েন্ট। এই স্কোর করে বিশ্বরেকর্ডও করলেন তিনি।
Another gold for India 🇮🇳 in New Delhi! #ISSFWC pic.twitter.com/icYGfLPMKT
— ISSF (@ISSF_Shooting) February 24, 2019
এই নিয়ে আইএসএসএফ বিশ্বকাপে ভারত দু’টি সোনা পেল। এর আগে শনিবার মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জেতেন অপূর্বী চান্ডেলা।
আরও পড়ুন টি২০ ক্রিকেটে নজির গড়ল আফগানিস্তান ক্রিকেট দল
বিশ্বকাপে সোনা জেতার পথে ১৬ বছরের সৌরভ এর আগে এশিয়ান গেমসে রেকর্ড করেছেন। তা ছাড়া গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত যুব অলিম্পিক গেমসে সোনা জিতেছিলেন।
জশপাল রানার কোচিং-এ সৌরভ চার বছর আগে শ্যুটিং প্র্যাকটিস শুরু করেন। এবং জুনিয়র ওয়ার্ল্ড শ্যুটিং চ্যাম্পিয়নশিপসে রেকর্ড পয়েন্ট সংগ্রহ করে সোনা পান।
২৫ মিটার পিস্তল ইভেন্টে মনু ভাকের পঞ্চম স্থানে শেষ করেছেন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।